০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কোহলি গালি দেয়!

সরফরাজ আহমেদ সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য সরফরাজ মূলতঃ উইকেট-কিপারের দায়িত্ব পালনসহ টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব করছে।

তার নেতৃত্বকালীন সময়সীমায় টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ জেতার গৌরভ অর্জন করে পাকিস্তান। মূলত গুড ক্যাপ্টেন্সি ও ভারসাম্যপূর্ণ দল পাওয়াতে টানা সফলতার মুখ দেখছে পাকিস্তান।

তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজকে অনেকেই অভিহিত করে থাকেন ‘ঠোককাঁটা’ হিসেবে। কারণ দলীয় স্বার্থে প্রায়ই প্রতিপক্ষকে আক্রমণ করতে ভুল করেন না তিনি। বিষয়টি যতই গভীরের হোক না ক্যান সেটিতে কর্ণপাত করেন না তিনি। সর্বশেষ তার আক্রমণের শিকার হয়েছে ভারত দল।

সম্প্রতি পাকিস্তানের একটি নিউজ চ্যানালে সাক্ষাৎকারে ভারতীয়দের নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘যখন কোহলি এমন বলে, মানুষ পছন্দ করে। কিন্তু যখন আমরা বলি, মানুষ বলে-দেখুন তারা গালাগাল করছে। সত্যিকার অর্থে তারা প্রচুর গালিগালাজ করে। এমনকি নরমালি কথা বলার সময়ও।’

ট্যাগ :
জনপ্রিয়

কোহলি গালি দেয়!

প্রকাশিত : ০৮:১২:০২ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮

সরফরাজ আহমেদ সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য সরফরাজ মূলতঃ উইকেট-কিপারের দায়িত্ব পালনসহ টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব করছে।

তার নেতৃত্বকালীন সময়সীমায় টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ জেতার গৌরভ অর্জন করে পাকিস্তান। মূলত গুড ক্যাপ্টেন্সি ও ভারসাম্যপূর্ণ দল পাওয়াতে টানা সফলতার মুখ দেখছে পাকিস্তান।

তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজকে অনেকেই অভিহিত করে থাকেন ‘ঠোককাঁটা’ হিসেবে। কারণ দলীয় স্বার্থে প্রায়ই প্রতিপক্ষকে আক্রমণ করতে ভুল করেন না তিনি। বিষয়টি যতই গভীরের হোক না ক্যান সেটিতে কর্ণপাত করেন না তিনি। সর্বশেষ তার আক্রমণের শিকার হয়েছে ভারত দল।

সম্প্রতি পাকিস্তানের একটি নিউজ চ্যানালে সাক্ষাৎকারে ভারতীয়দের নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘যখন কোহলি এমন বলে, মানুষ পছন্দ করে। কিন্তু যখন আমরা বলি, মানুষ বলে-দেখুন তারা গালাগাল করছে। সত্যিকার অর্থে তারা প্রচুর গালিগালাজ করে। এমনকি নরমালি কথা বলার সময়ও।’