ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর শুরু হয়েছে। আর এবার আসর থেকে ছিটকে গেলেন আরেক অজি পেসার প্যাট কামিন্স। পিঠের চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে চলতি আসরে আর মাঠে নামা হচ্ছে না তার। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পায়ের চোটের কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন কলকাতা নাইট রাইডার্সের মিচেল স্টার্ক।
এবছরের নিলামে কামিন্সকে ৫.৪ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল মুম্বাই। শনিবার চেন্নাইয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তিনি দলে ছিলেন না। শেষ পর্যন্ত পুরো আইপিএলেই আর খেলা হচ্ছে না তার।
অস্ট্রেলিয়ার হয়ে ১৮ বছর বয়সে টেস্ট অভিষেকের পর থেকে বহুবার পিঠের সমস্যা ভুগেছেন কামিন্স। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টেস্টে আবার পিঠে ব্যথা অনুভব করেন এই ডানহাতি পেসার। আর তারই জেরে বিশ্রাম দিতে তাকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সামনের কিছুদিন কামিন্সের এই শারিরীক জটিলতা থেকে সুস্থ হওয়া এবং পুনর্বাসনের কাজ চলবে। জুনে ইংল্যান্ড সফরের আগে তাকে পুরোপুরি ফিট করার চেষ্টা করা হবে বলেই জানিয়েছেন বেকলি।
পিঠের জটিলতার কারণেই ২০১১ সালে অভিষেকের পর ২০১৭ সালে তিনি খেলেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট। তবে ফিরে আসার পর তিনি টানা ১৩ টেস্ট খেলেছেন এবং ৫৯৪.৫ ওভার বল করেছেন। সমসাময়িক সময়ে শুধু অজি স্পিনার নাথান লায়ন (৬৯০ ওভার) ও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা (৬৪৪.৪ ওভার) তার চেয়ে বেশি বল করেছেন।

























