করোনার প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে: ১. লেবানন ২. সিরিয়া ৩. তুরস্ক ৪. ইরান ৫. আফগানিস্তান ৬. ভারত ৭. ইয়েমেন ৮. সোমালিয়া ৯. ইথিওপিয়া ১০. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ১১. লিবিয়া ১২. ইন্দোনেশিয়া ১৩. ভিয়েতনাম ১৪. আর্মেনিয়া ১৫. বেলারুশ ১৬. ভেনিজুয়েলা।