উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১১তম সেমিফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মেসির বার্সেলোনা। রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে মাঠে নামছে বার্সেলোনা। আজকের ম্যাচেই নিশ্চিত বার্সার সেমিফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে বার্সার বিপক্ষে মাঠে নামবে রোমা।
মেসির বার্সেলোনা আটকাতে হলে রোমাকে খেলতে হবে অতিমানবীয় খেলা। কিন্তু ফর্মে থাকা বার্সেলোনাকে থামিয়ে রাখা এ মুহূর্তে রোমার জন্য কঠিন কাজ। তবে রোমার কোচ ডি ফ্র্যান্সেসকো। তিনি এখনো বিশ্বাস করেন, তাঁর ছেলেরা জেতার ক্ষমতা রাখে। সেমিফাইনাল খেলার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তিনি।
এর আগে প্রথম লেগে রোমকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় বার্সেলোনা। আজকের ম্যাচ জিতলে ১১ বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যাবে স্প্যানিশ জায়েন্টরা। অন্যদিকে একটি অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ঘরের মাঠে ম্যাচ শুরু করবে ইতালির ক্লাব রোমা।
অপরদিকে বার্সাকে হারিয়ে অঘটন ঘটাতে পারলে ১৯৮৩-৮৪ মৌসুমের পর প্রথমাবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে খেলার সুযোগ পাবে রোমা। প্রথম লেগে মেসিদের ঘরের মাঠে দুটি আত্মঘাতী গোলে ম্যাচ খুইয়েছিল ইতালিয়ান জায়েন্টরা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তাই নিজেদের হোম ম্যাচে অঘটন ঘটাতে মরিয়া ডেরোসি-মানোলাসরা।

























