০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

কী হয়েছে শাহরুখ খানের

বলিউড কিং শাহরুখ খানের হাত, গলা, কপাল মোড়া ব্যান্ডেজে। চোখ-নাকের চারিদিকে রক্তের দাগ। কী হয়েছে তার। জানা গেল, এটি তার নতুন ছবি ‘জওয়ান’-এর প্রথম ঝলক। চার বছরের দীর্ঘ প্রতীক্ষা। ‘বাদশা’-কে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল দর্শক।

শুক্রবারের সকালে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল। অ্যাকশন হিরো লুকে ভক্তদের কাছে ধরা দিলেন শাহরুখ। ‘ফ্যান’-এ শেষ বার পর্দায় দেখা গিয়েছিল তাকে। কিন্তু তেমন ভাবে সাফল্যের মুখ দেখেনি সেই ছবি। কিছুটা হলেও আশাহত হয়েছিলেন কিং খানের ভক্তরা।

তারপর অনেকগুলো বছর পার। মাঝে নায়কের জীবন দিয়েও গিয়েছে বহু ঝড়। ছেলে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনার জেরে নিজেকে একপ্রকার প্রচারের আলো থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন অভিনেতা।

অবশেষে আরিয়ানকে ‘ক্লিনচিট’ দিয়েছে আদালত। বাবা শাহরুখও তাই এখন অনেকটা নিশ্চিন্ত। ফিরছেন চেনা ছন্দে। ‘পাঠান’-এর কথা তো ইতিমধ্যেই জেনে ফেলেছেন সকলে। আর এ বার তামিল পরিচালক আতলি কুমারের সৌজন্যে দর্শকরা পেতে চলেছেন নতুন জুটি।

শাহরুখ খান এবং নয়নতারা। ‘জওয়ান’-এর হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ২০২৩-এর শুরুতেই আসবে কিং খানের ‘পাঠান’, তারপরই মুক্তি পাবে ‘জওয়ান।’ এ ছাড়াও শাহরুখের ঝুলিতে রয়েছে রাজকুমার হিরানীর নতুন ছবি। এক কথায় বলা যেতে পারে আগামি বছর শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে একের পর এক চমক।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ক্ষুদে মেসির  দায়িত্ব নিলেন তারেক রহমান

কী হয়েছে শাহরুখ খানের

প্রকাশিত : ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২

বলিউড কিং শাহরুখ খানের হাত, গলা, কপাল মোড়া ব্যান্ডেজে। চোখ-নাকের চারিদিকে রক্তের দাগ। কী হয়েছে তার। জানা গেল, এটি তার নতুন ছবি ‘জওয়ান’-এর প্রথম ঝলক। চার বছরের দীর্ঘ প্রতীক্ষা। ‘বাদশা’-কে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল দর্শক।

শুক্রবারের সকালে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল। অ্যাকশন হিরো লুকে ভক্তদের কাছে ধরা দিলেন শাহরুখ। ‘ফ্যান’-এ শেষ বার পর্দায় দেখা গিয়েছিল তাকে। কিন্তু তেমন ভাবে সাফল্যের মুখ দেখেনি সেই ছবি। কিছুটা হলেও আশাহত হয়েছিলেন কিং খানের ভক্তরা।

তারপর অনেকগুলো বছর পার। মাঝে নায়কের জীবন দিয়েও গিয়েছে বহু ঝড়। ছেলে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনার জেরে নিজেকে একপ্রকার প্রচারের আলো থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন অভিনেতা।

অবশেষে আরিয়ানকে ‘ক্লিনচিট’ দিয়েছে আদালত। বাবা শাহরুখও তাই এখন অনেকটা নিশ্চিন্ত। ফিরছেন চেনা ছন্দে। ‘পাঠান’-এর কথা তো ইতিমধ্যেই জেনে ফেলেছেন সকলে। আর এ বার তামিল পরিচালক আতলি কুমারের সৌজন্যে দর্শকরা পেতে চলেছেন নতুন জুটি।

শাহরুখ খান এবং নয়নতারা। ‘জওয়ান’-এর হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ২০২৩-এর শুরুতেই আসবে কিং খানের ‘পাঠান’, তারপরই মুক্তি পাবে ‘জওয়ান।’ এ ছাড়াও শাহরুখের ঝুলিতে রয়েছে রাজকুমার হিরানীর নতুন ছবি। এক কথায় বলা যেতে পারে আগামি বছর শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে একের পর এক চমক।
বিজনেস বাংলাদেশ/বিএইচ