একটি–দুটি নয়, ওসাসুনার আল সদর স্টেডিয়ামে রোববার রাতে পাঁচ পাঁচটি গোল করেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষের নাম এস্তোনিয়া। এস্তোনিয়ানদের মন্ত্রমুগ্ধ করেই যে জাতীয় দলের জার্সিতে এই প্রথম এক ম্যাচে তিন গোলের বেশি পেয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মেসির ৫ গোলেই এস্তোনিয়াকে হারিয়েছে ৫–০ গোলে।
মেসি আজ কী করেন, সেটি দেখতেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা খোঁজখবর রেখেছেন আর্জেন্টিনা–এস্তোনিয়া ম্যাচের। হোক না এস্তোনিয়া ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১০ নম্বর দল, প্রতিপক্ষে যে মেসি নামের একজন জাদুকর আছেন।
প্রায় দ্বিতীয় সারির একাদশ সাজালেও লিওনেল স্কালোনি মেসিকে একাদশে রেখেই বাকি ১০ জনের নাম দিয়েছিলেন। মেসি এস্তোনিয়ার জাল খুঁজে নিতে সময় নিলেন মাত্র ৮ মিনিট। পেনাল্টি থেকে আসে সেই গোল। আর্জেন্টিনার হয়ে ৩০তম দলের বিপক্ষে গোল পাওয়া মেসি প্রথমার্ধের অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল পেয়ে যান। মেসি আর্জেন্টিনার হয়ে অষ্টম হ্যাটট্রিকটি পেয়ে যান ৪৭ মিনিটে।
শেষের ১৫ মিনিটে গোলসংখ্যাকে ছয়ে নেওয়ার জোর চেষ্টাই চালিয়েছিলেন মেসি ও আর্জেন্টিনা। কিন্তু শেষ দিকে আর সেভাবে জোরালো আক্রমণ করা সম্ভব হয়নি। এছাড়া এস্তোনিয়ার রক্ষণও দৃঢ়তার পরিচয় দিলে পাঁচ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।
ইউরোপের তলানির দিকের দল এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার চ্যালেঞ্জ তেমন কঠিন হবে না, আগেই বোঝা গিয়েছিল। তাই নিজের নিয়মিত একাদশের আটজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























