ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করে উইয়ন মরগানের দল। সেঞ্চুরি করেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।
ওপেনার ফিল সল্ট ৯৩ বলে ১২২, ডেভিড মালান করেন ১০৯ বলে ১২৫ রান। মাত্র ৭০ বলে ৭ বাউন্ডারি ও ১৪ ছক্কায় ১৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাটলার। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২২ বলে ৬৬*!
নিজেদের রেকর্ডই পেছনে ফেলেছে ইংল্যান্ড। ২০১৮তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল তারা। ৫০ ওভারের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংসও ইংল্যান্ডের। ২০১৬তে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা।
ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ
৪৯৮/৪: ইংল্যান্ড বিপক্ষ নেদারল্যান্ডস, আমস্টেলভিন ২০২২
৪৮১/৬: ইংল্যান্ড বিপক্ষ অস্ট্রেলিয়া, নটিংহ্যাম ২০১৮
৪৪৪/৩: ইংল্যান্ড বিপক্ষ পাকিস্তান, নটিংহ্যাম ২০১৬
৪৪৩/৯: শ্রীলঙ্কা বিপক্ষ নেদারল্যান্ডস, আমস্টেলভিন ২০০৬
৪৩৯/২: দক্ষিণ আফ্রিকা বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, জোহানেসবার্গ ২০১৫
৪৩৮/৯: দক্ষিণ আফ্রিকা বিপক্ষ অস্ট্রেলিয়া, জোহানেসবার্গ ২০০৬
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























