০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আসিফাকে গণধর্ষণ: তীব্র প্রতিবাদ জানালেন কোহলি

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি মন্দিরে আসিফা (৮)কে পাঁচ দিন ধরে গণধর্ষণ ও এরপর হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ক্রিকেটার বিরাট কোহলি। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন কোহলি। সেখানে তিনি তীব্র নিন্দা করেছেন গত জানুয়ারিতে ঘটে যাওয়া হৃদয়বিদারক সেই ঘটনার।

কোহলি বলেন, ‘খুব বিরক্তিকর ঘটনা। এরকম একটা ঘটনা দেখা এবং তারপরও নির্লিপ্ত থাকা কাপুরুষতা। সেই সমস্ত মানুষের পুরুষ বলে পরিচয় দিতেই লজ্জা করা উচিত। আমার একটাই প্রশ্ন আছে। ঈশ্বর না করুন, যদি আপনাদের বাড়ির কারও সঙ্গে এরকম হতো, আপনারা কি চুপ করে দেখতেন? নাকি সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তেন? আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া হয়। সকলে নীরব থাকেন এবং ভাবেন, এটা খুব স্বাভাবিক।

কোহলি আরও বলেন, একজন মেয়ে ছোটখাট পোশাক পরলেই নাকি এরকম হতে পারে! আরে, এটা ওই মেয়েটির জীবন, ওর সিদ্ধান্ত, ওর পছন্দ। পুরুষরা যদি মনে করে এটা তাদের কুকর্মের এবং সেটা করে পার পেয়ে যাওয়ার সুযোগ বাড়াচ্ছে এবং যারা ক্ষমতায় রয়েছেন, তারা যদি আড়াল করার চেষ্টা করেন, তাহলে সেটা ভয়ঙ্কর। আমি স্তম্ভিত। নিজেকে এই সমাজের অংশ মনে করতে লজ্জা লাগছে।

ট্যাগ :
জনপ্রিয়

আসিফাকে গণধর্ষণ: তীব্র প্রতিবাদ জানালেন কোহলি

প্রকাশিত : ১০:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি মন্দিরে আসিফা (৮)কে পাঁচ দিন ধরে গণধর্ষণ ও এরপর হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ক্রিকেটার বিরাট কোহলি। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন কোহলি। সেখানে তিনি তীব্র নিন্দা করেছেন গত জানুয়ারিতে ঘটে যাওয়া হৃদয়বিদারক সেই ঘটনার।

কোহলি বলেন, ‘খুব বিরক্তিকর ঘটনা। এরকম একটা ঘটনা দেখা এবং তারপরও নির্লিপ্ত থাকা কাপুরুষতা। সেই সমস্ত মানুষের পুরুষ বলে পরিচয় দিতেই লজ্জা করা উচিত। আমার একটাই প্রশ্ন আছে। ঈশ্বর না করুন, যদি আপনাদের বাড়ির কারও সঙ্গে এরকম হতো, আপনারা কি চুপ করে দেখতেন? নাকি সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তেন? আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া হয়। সকলে নীরব থাকেন এবং ভাবেন, এটা খুব স্বাভাবিক।

কোহলি আরও বলেন, একজন মেয়ে ছোটখাট পোশাক পরলেই নাকি এরকম হতে পারে! আরে, এটা ওই মেয়েটির জীবন, ওর সিদ্ধান্ত, ওর পছন্দ। পুরুষরা যদি মনে করে এটা তাদের কুকর্মের এবং সেটা করে পার পেয়ে যাওয়ার সুযোগ বাড়াচ্ছে এবং যারা ক্ষমতায় রয়েছেন, তারা যদি আড়াল করার চেষ্টা করেন, তাহলে সেটা ভয়ঙ্কর। আমি স্তম্ভিত। নিজেকে এই সমাজের অংশ মনে করতে লজ্জা লাগছে।