০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মৌলভী চা বাগানে শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরি এবং সাপ্তাহিক ৫ কেজি রেশন প্রদান ও বসত বাড়ির স্থায়ী মালিকানার দাবিতে দেশের চা বাগানগুলিতে ৬ দিন ব্যাপী দৈনিক ২-ঘন্টার কর্মবিরতির ২য় দিনে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে বিক্ষুব্ধ চা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
বিক্ষুব্ধ চা শ্রমিকরা বলেন, শতবছর পেরিয়ে গেলেও আমরা এখনো বঞ্চিত। চুক্তির মেয়াদ উত্তীর্ণের ১৯মাস পরে আমাদের মজুরি মাত্র ১৪ টাকা বৃদ্ধি করে তামাশা করা হয়েছে। এর প্রতিবাদে দেশের সকল চা বাগানে শ্রমিক আন্দোলন চলছে। চা শ্রমিক বক্তারা বলেন, আমাদের রুটি – রুজি এবং মজুরি বৃদ্ধির সংগ্রাম চলবে। ২ঘন্টা কর্মবিরতি আন্দোলনে যদি কোনো সমাধান না হয়, তাহলে আমরা বৃহৎ আন্দোলনের দিকে এগিয়ে যাবো। বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য “মোঃ রনি আহমদ” এর সঞ্চালনায় এবং মৌলভী চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি “শ্রী গিয়ান উরাং” এর সভাপতিত্বে উপস্থিত বক্তৃতা ও সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক “কিরন বৈদ্য”, চা শ্রমিক শ্রী দ্বীপচান তেলী, পঞ্চায়েত কমিটির সদস্য গোলাপ তেলী, চা শ্রমিক বিরহিণী গড়াইত, ঈশিতা বাক্তী ও বাসন্তী তন্তবাই প্রমুখ। 
ট্যাগ :
জনপ্রিয়

মৌলভী চা বাগানে শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

প্রকাশিত : ০৮:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরি এবং সাপ্তাহিক ৫ কেজি রেশন প্রদান ও বসত বাড়ির স্থায়ী মালিকানার দাবিতে দেশের চা বাগানগুলিতে ৬ দিন ব্যাপী দৈনিক ২-ঘন্টার কর্মবিরতির ২য় দিনে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে বিক্ষুব্ধ চা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
বিক্ষুব্ধ চা শ্রমিকরা বলেন, শতবছর পেরিয়ে গেলেও আমরা এখনো বঞ্চিত। চুক্তির মেয়াদ উত্তীর্ণের ১৯মাস পরে আমাদের মজুরি মাত্র ১৪ টাকা বৃদ্ধি করে তামাশা করা হয়েছে। এর প্রতিবাদে দেশের সকল চা বাগানে শ্রমিক আন্দোলন চলছে। চা শ্রমিক বক্তারা বলেন, আমাদের রুটি – রুজি এবং মজুরি বৃদ্ধির সংগ্রাম চলবে। ২ঘন্টা কর্মবিরতি আন্দোলনে যদি কোনো সমাধান না হয়, তাহলে আমরা বৃহৎ আন্দোলনের দিকে এগিয়ে যাবো। বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য “মোঃ রনি আহমদ” এর সঞ্চালনায় এবং মৌলভী চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি “শ্রী গিয়ান উরাং” এর সভাপতিত্বে উপস্থিত বক্তৃতা ও সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক “কিরন বৈদ্য”, চা শ্রমিক শ্রী দ্বীপচান তেলী, পঞ্চায়েত কমিটির সদস্য গোলাপ তেলী, চা শ্রমিক বিরহিণী গড়াইত, ঈশিতা বাক্তী ও বাসন্তী তন্তবাই প্রমুখ।