বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আদর্শকে অন্তর ধারন করে সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন ও দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে কাস্টমস বন্ড কমিশনারেট বঙ্গবন্ধু ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে দামপাড়াস্থ কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।প্রধান অতিথি ছিলেন কমিশনার এ.কে.এম মাহবুবুর রহমান, আরো বক্তব্যে রাখেন,যুগ্ম কমিশনার কামনাশীষ,উপকমিশনার তপন কুমার চক্রবর্তী,
উপ কমিশনার তাহমিনা আক্তার পলি’র সঞ্চলনায়আলোচনা সভায় সূচনা বক্তব্য বঙ্গবন্ধু রচিত রোজনামচা পাঠ করেন কাস্টমস বন্ড কার্মাশিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি সংস্কৃতিজন সজল চৌধুরী।। রাজস্ব কর্মকর্তা রেহানা পারভিন,সহকারী রাজস্ব কর্মকর্তা মো.রবিউল হোসেন।
বঙ্গবন্ধু আত্মজীবনী থেকে অংশ পাঠ করেন,মিনিস্ট্রিয়াল স্ট্যাফ,হোসাইন মো. আবু সালেহ পাপ্পু,সিপাই মোহাম্মদ ইব্রাহীম, সালাউদ্দিন সোহেল। মোনাজাত পরিচালনা করেন ইমাম মাজহারুল ইসলাম। সামগ্রিক অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে ছিলেন মোঃ আছরউদ্দীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























