চট্টগ্রাম জংগল সলিমপুর জালালাবাদ মৌজার ১ নং খাস খতিয়ানে বি.এস ৭২৯ দাগে ৯.৭০ একর, শ্রেণি-পাহাড় এবং বি.এস ৭৭১ দাগে ২.৯৪ একর, শ্রেণি- পাহাড় ভূমি সরেজিমন পরিমাপ ও পরিচিহ্নিত করে উক্ত দাগাদির ভূমিতে ৩০ আগষ্ট মঙ্গলবার লাল পতাকা টাঁঙ্গানো হয়।
জালালাবাদ মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত বি.এস ৭২৯ দাগে ৯.৭০ একর, শ্রেণি-পাহাড় এবং বি.এস ৭৭১ দাগে ২.৯৪ একর, শ্রেণি-পাহাড় ভূমি জেলা প্রশাসক, চট্টগ্রাম এর নামে বি.এস জরিপ চূড়ান্ত প্রচার আছে।
উক্ত খাস খতিয়ানের ভূমিতে অবৈধভাবে বসবাসকারীরা জেলা প্রশাসন কর্তৃক ৩১/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে সরে যাওয়ার জন্য মাইকিং করে সকলকে (অবৈধভাবে বসবাসকারীগণ) অবহিত করা হয়।
সরকারি ভূমিতে অবৈধভাবে বসবাসকারীগণ ৩১আগষ্টের মধ্যে সরে না গেলে পরবর্তীতে বিধি মোতাবেক তাদেরকে উক্ত ভূমি হতে উচ্ছেদ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















