চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় র্যাবের চার সদস্য আহত হন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, গোমস্তাপুর উপজেলার কুইচ্চাপাড়া আড়গাড়া রোডে রবিবার রাত সোয়া ১২টার দিকে ডাকাতের সঙ্গে গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, চারটি গুলি, একটি বুলেট, তিনটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব।





















