০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ভিলিয়ার্স ঝড়ে ব্যাঙ্গালুরের রানের পাহাড়

এবি ডি ভিলিয়ার্স (৬৮) এবং কুইন্টন ডি ককের (৫৩) জোড়া ফিফটিতে ব্যাঙ্গালুরুরের সংগ্রহ ৮ উইকেটে সংগ্রহ ২০৫ রান। জয়ের জন্য চেন্নাইকে করতে হবে ২০৬ রান।

আইপিএলের ২৪তম ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এবিডি ভিলিয়ার্স। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন স্বদেশি দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক।

দলীয় ৩৫ রানে ওপেনার বিরাট কোহলি বিদায়ের পর ভিলিয়াস-ডি ককের দ্বিতীয় উইকেটের জুটিতে খেলায় ফেরে ব্যাঙ্গালুরু। এই জুটিতে ১০৩ রান তোলেন তারা।

তাদের এই জুটির বিচ্ছেদ ঘটনা ডুয়াইন ব্রাভো। বোলার ব্রাভোর হতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৪ ছয় এবং ১ চারের সাহায্যে ৫৭ রান করেন দক্ষিণ আফ্রিকান এ ওপেনার।

মাত্র ৪ রানের ব্যবধানে ফেরেন ব্যাঙ্গালুরুরের ব্যাটিং দানব ভিলিয়ার্স ও কোরি আন্ডারসন। ইমরান তাহিরের লেগ স্পিন খেলতে গিয়ে বিলিংসের হাতে ক্যাচ তুলে দেন ভিলিয়ার্স। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৮ ছক্কা এবং ২ বাউন্ডারিতে ৬৮ রান করেন এবি ডি।

রানের খাতা খুলার আগেই ফেরেন অলরাউন্ডার আন্ডারসন। ৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া ব্যাঙ্গালুরু গতির ধারবাহিকতা রেখে রান তুলে পারছে না।

ইনিংস শেষ হওয়া ৭ বল আগে শারদুল ঠাকুরের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ১৭ বলে ৩৩ রান করেন মন্দীপ সিং।

শেষ ওভারে ব্যাঙ্গালুরের ৩ উইকেট তুলে নেন ব্রাভে। এ ক্যারিবীয় পেস বোলারকে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে একে একে মাঠ ছাড়েন কলিন গ্রান্ডহোম, পাওয়ান নিগি ও উমেশ যাদব।

ঘরের মাঠে ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে উদ্বোধনীতে খেলতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। স্কোর বোর্ডে ৩৫ রান যোগ করতেই বিপদে পড়ে যান ভারতীয় এই অধিনায়ক। শারদুল ঠাকুরের বলে রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ১৫ বলে ১৮ রান করেন কোহলি।

আগের ৫ ম্যাচে দুটিতে জয় পায় বিরাট কোহলির দল। আর সেই দুই জয় আসে ব্যাঙ্গালুরুরে নিজেদের ঘরের মাঠে।

বুধবার ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক ব্যাঙ্গালুরুকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ট্যাগ :
জনপ্রিয়

ভিলিয়ার্স ঝড়ে ব্যাঙ্গালুরের রানের পাহাড়

প্রকাশিত : ১০:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

এবি ডি ভিলিয়ার্স (৬৮) এবং কুইন্টন ডি ককের (৫৩) জোড়া ফিফটিতে ব্যাঙ্গালুরুরের সংগ্রহ ৮ উইকেটে সংগ্রহ ২০৫ রান। জয়ের জন্য চেন্নাইকে করতে হবে ২০৬ রান।

আইপিএলের ২৪তম ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এবিডি ভিলিয়ার্স। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন স্বদেশি দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক।

দলীয় ৩৫ রানে ওপেনার বিরাট কোহলি বিদায়ের পর ভিলিয়াস-ডি ককের দ্বিতীয় উইকেটের জুটিতে খেলায় ফেরে ব্যাঙ্গালুরু। এই জুটিতে ১০৩ রান তোলেন তারা।

তাদের এই জুটির বিচ্ছেদ ঘটনা ডুয়াইন ব্রাভো। বোলার ব্রাভোর হতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৪ ছয় এবং ১ চারের সাহায্যে ৫৭ রান করেন দক্ষিণ আফ্রিকান এ ওপেনার।

মাত্র ৪ রানের ব্যবধানে ফেরেন ব্যাঙ্গালুরুরের ব্যাটিং দানব ভিলিয়ার্স ও কোরি আন্ডারসন। ইমরান তাহিরের লেগ স্পিন খেলতে গিয়ে বিলিংসের হাতে ক্যাচ তুলে দেন ভিলিয়ার্স। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৮ ছক্কা এবং ২ বাউন্ডারিতে ৬৮ রান করেন এবি ডি।

রানের খাতা খুলার আগেই ফেরেন অলরাউন্ডার আন্ডারসন। ৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া ব্যাঙ্গালুরু গতির ধারবাহিকতা রেখে রান তুলে পারছে না।

ইনিংস শেষ হওয়া ৭ বল আগে শারদুল ঠাকুরের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ১৭ বলে ৩৩ রান করেন মন্দীপ সিং।

শেষ ওভারে ব্যাঙ্গালুরের ৩ উইকেট তুলে নেন ব্রাভে। এ ক্যারিবীয় পেস বোলারকে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে একে একে মাঠ ছাড়েন কলিন গ্রান্ডহোম, পাওয়ান নিগি ও উমেশ যাদব।

ঘরের মাঠে ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে উদ্বোধনীতে খেলতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। স্কোর বোর্ডে ৩৫ রান যোগ করতেই বিপদে পড়ে যান ভারতীয় এই অধিনায়ক। শারদুল ঠাকুরের বলে রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ১৫ বলে ১৮ রান করেন কোহলি।

আগের ৫ ম্যাচে দুটিতে জয় পায় বিরাট কোহলির দল। আর সেই দুই জয় আসে ব্যাঙ্গালুরুরে নিজেদের ঘরের মাঠে।

বুধবার ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক ব্যাঙ্গালুরুকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।