জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে বাদল আকন (৪০) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে।
নিহত বাদল আকন ও বড় ভাই নজরুল আকন পৌর এলাকার ভুরঘাটা গ্রাম এলাকার গোলাম আলী আকনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভুরঘাটা এলাকার সৌদি প্রবাসী বাদল আকনের সাথে বড় ভাই নজরুল আকনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। কিছু দিন আগে বাদল আকন সৌদি থেকে বাড়িতে আসেন।
বৃহস্পতিবার সকালে তাদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে বাদল আকনকে লাঠি দিয়ে বেদম মারপিট করেন। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় গৌরনদীর আশোকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।





















