শনিবার (১ অক্টোবর ) সন্ধ্যার দিকে জেলার বিভিন্ন দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন শেষে দিঘীনালা উপজেলার বিভিন্ন দূর্গাপূজা পরিদর্শন করেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম। সকাল হতে দীঘিনালায় কেন্দ্রীয় শিব মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর দিনের পূজা। কেন্দ্রীয় সনাতনী শিব মন্দির পূজামন্ডপ ছাড়াও উপজেলার সব কয়টি পূজা মন্ডপে গুলোতে শুরু হয়েছে ষষ্ঠীপূজার আয়োজন।
উপজেলার ১০টি পূজা মন্ডপে এ বছর দূর্গাপূজা অনুষ্টিত হবে। এসব পূজা মণ্ডপের মধ্যে রয়েছে দুটি ঘট পূজা। প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয়েছে প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।দিঘীনালা উপজেলার ৮ টি পূজামন্ডপকে আনা হয়েছে সিসিটিভির আওতায়।
পঞ্জিকা অনুযায়ী শনিবার মহা ষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। রোববার মহা সপ্তমীবিহিত পূজা, সোমবার মহা ষ্টমীবিহিত পূজা, মঙ্গলবার মহা নবমীবিহিত পূজা, বুধবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন।
দিঘীনালা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম বলেন,জেলায় উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন শুরু হয়েছে। পূজা মণ্ডপের পূজারিদের সাথে কথা বলেছি খুব সুন্দর এবং পূর্বের বছর গুলো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকার কারনে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজা উদযাপন করা হয়েছিল বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কম থাকার কারণে এবছর পূজায় পরিবেশ খুব সুন্দর রয়েছে। পূজার নিরাপত্তায় পুলিশ বাহিনী কাজ করছে, পাশাপাশি প্রতিটি পূর্জামন্ডপে স্থায়ীভাবে আনসার ভিডিপি বাহিনী কাজ করছেন । সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা শেষ হবে বলে আশাবাদব্যক্ত করেন।
এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহমেদ, দূর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব



















