জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার পাইকপাড়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে রিজিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিজিয়া ওই এলাকার বাদেশ আলীর স্ত্রী।
বাদেশ আলী জানান, তাদের ছেলে পলাশ তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। সকালে কোনো কারণ ছাড়াই তিনি কোদাল দিয়ে রিজিয়ার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাউসার আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক পলাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।





















