সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে বিএসএফের হাতে বুধবার চার বাংলাদেশি আটক হয়েছেন। একই সীমান্ত থেকে পরদিনই বিজিবি আটক করেছে চার ভারতীয়কে।
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বৃহস্পতিবার যুগান্তরকে জানান, বুধবার রাত সাড়ে ৯টায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন , একই গ্রামের লাল চাঁন মিয়া, সুজন মিয়া, সচিন্ড দাস গ্রেফতার হন। আটককৃতদের মেঘালয়ের বড়ছড়া থানায় নিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ আরও জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির টহল দল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রেবেশের দায়ে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে।
আটককৃতরা হলেন-ভারতের শিলং জেলার রাণীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজং’র ছেলে অর্জিত হাজং (৬০), একই বস্তির অর্জিত হাজং’র ছেলে দেব জনি হাজং (৪৫), নিখিল হাজং’র ছেলে রামলা হাজং (৫০), একই জেলার কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)।
আটককৃতদের সুনামগঞ্জ বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।





















