০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুলাই ২০২৪

‘বি‌শ্বনবীর আদর্শ থেকে বিচ্যু‌তির কার‌ণে জ‌ঙ্গিবাদ সৃ‌ষ্টি হ‌চ্ছে’

অরাজ‌নৈ‌তিক দ্বী‌নি সংগঠন দা’ওয়া‌তে ইসলামী বাংলাদেশের নেতারা ব‌লে‌ছেন, ‘ক‌ঠিন সঙ্কটময় মুহূ‌র্তে মহানবী (সা.) পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনের কবর রচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তার মহান আদর্শ থে‌কে দূ‌রে সরে যাওয়ার কার‌ণে আজ বি‌শ্বে এত অশা‌ন্তি, ধ‌র্মের না‌মে জ‌ঙ্গিবাদ সৃ‌ষ্টি হ‌চ্ছে। পৃ‌থিবী‌তে শান্তি প্রতিষ্ঠা করতে হ‌লে প্রিয় নবীর আদর্শ অনুসরণ কর‌তে হ‌বে।’

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে শুক্রবার (৭ অক্টোবর) বাদ জুমা দা’ওয়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখা আ‌য়ো‌জিত জশ‌নে জুলুস শে‌ষে মিলাদ মাহ‌ফি‌লে সংগঠন‌টির নেতারা এসব কথা ব‌লেন।

মাদরাসাতুল মদিনা পশ্চিম দেওভোগ থেকে জুলুস শুরু হয়। এ‌টি ভট্টাচার্যেরবাগ হয়ে সিপাহী পাড়া চৌরাস্তা দিয়ে বাবা আদম শহিদের (র.) মাজারের সামনে গি‌য়ে শেষ হয়।

প‌বিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তু‌লে ধ‌রে বয়ান ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি দা’ওয়াতে ইসলামীর সদস‌্য ও শিক্ষা বিভাগের সভাপ‌তি মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি।

তি‌নি ব‌লেন, দা’ওয়াতে ইসলামী ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করছে। অসংখ্য বিপদগামী মানুষকে সঠিক পথে নি‌য়ে এ‌সেছে।

মুন্সীগঞ্জ জেলা শাখার নেতা মুহাম্মদ আয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রা‌খেন—মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাঈন উদ্দিন আত্তারি, মুহাম্মদ মনিরুজ্জামান আত্তারি, মাওলানা জামাল উদ্দিন আহমেদ কাদেরি, আওলাদ হোসেন প্রমুখ।

প‌রে দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর শা‌ন্তি কামনা ক‌রে মিলাদ ও মোনাজা‌তের মধ্যে দি‌য়ে কর্মসূচি শেষ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

‘বি‌শ্বনবীর আদর্শ থেকে বিচ্যু‌তির কার‌ণে জ‌ঙ্গিবাদ সৃ‌ষ্টি হ‌চ্ছে’

প্রকাশিত : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

অরাজ‌নৈ‌তিক দ্বী‌নি সংগঠন দা’ওয়া‌তে ইসলামী বাংলাদেশের নেতারা ব‌লে‌ছেন, ‘ক‌ঠিন সঙ্কটময় মুহূ‌র্তে মহানবী (সা.) পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনের কবর রচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তার মহান আদর্শ থে‌কে দূ‌রে সরে যাওয়ার কার‌ণে আজ বি‌শ্বে এত অশা‌ন্তি, ধ‌র্মের না‌মে জ‌ঙ্গিবাদ সৃ‌ষ্টি হ‌চ্ছে। পৃ‌থিবী‌তে শান্তি প্রতিষ্ঠা করতে হ‌লে প্রিয় নবীর আদর্শ অনুসরণ কর‌তে হ‌বে।’

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে শুক্রবার (৭ অক্টোবর) বাদ জুমা দা’ওয়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখা আ‌য়ো‌জিত জশ‌নে জুলুস শে‌ষে মিলাদ মাহ‌ফি‌লে সংগঠন‌টির নেতারা এসব কথা ব‌লেন।

মাদরাসাতুল মদিনা পশ্চিম দেওভোগ থেকে জুলুস শুরু হয়। এ‌টি ভট্টাচার্যেরবাগ হয়ে সিপাহী পাড়া চৌরাস্তা দিয়ে বাবা আদম শহিদের (র.) মাজারের সামনে গি‌য়ে শেষ হয়।

প‌বিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তু‌লে ধ‌রে বয়ান ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি দা’ওয়াতে ইসলামীর সদস‌্য ও শিক্ষা বিভাগের সভাপ‌তি মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি।

তি‌নি ব‌লেন, দা’ওয়াতে ইসলামী ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করছে। অসংখ্য বিপদগামী মানুষকে সঠিক পথে নি‌য়ে এ‌সেছে।

মুন্সীগঞ্জ জেলা শাখার নেতা মুহাম্মদ আয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রা‌খেন—মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাঈন উদ্দিন আত্তারি, মুহাম্মদ মনিরুজ্জামান আত্তারি, মাওলানা জামাল উদ্দিন আহমেদ কাদেরি, আওলাদ হোসেন প্রমুখ।

প‌রে দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর শা‌ন্তি কামনা ক‌রে মিলাদ ও মোনাজা‌তের মধ্যে দি‌য়ে কর্মসূচি শেষ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব