০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে ১ শিশুর করুণ মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় যশোর থেকে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে ১ শিশুর করুণ মৃত্যু হয়েছে। সাথে আরও এক শিশু মৃত্যুর সাথে সাতক্ষীরা সিবি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা ২ টার সময় পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামে।স্থানীয়রা জানান,তৈলকুপী গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলে আলামীন গাজীর বিয়েতে তার মামা যশোরের বাসিন্দা অসীম গাজী স্বস্ত্রী সন্তান সহ তৈলকুপি ভাগ্নের বিয়েতে আসে।সকলে বিয়ে করাতে যশোর রওনা হলে অসীম গাজীর ২ সন্তান লোকচক্ষুর আড়ালে পাশের পুকুরে গোসল করতে নামে।

এক পর্যায়ে বোন তোহা (৭) ও তাঁর ছোট ভাই রোহাণী (৫) পানিতে খেলতে গিয়ে ডুবে যায়।পরবর্তিতে স্থানীয়রা জাল ও সহ খুঁজতে নেমে রোহাণীর মরা দেহ উদ্ধার করে।আর তোহার অবস্থা মারাত্বক খারাপ হওয়ায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করেছে। সিবি হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন তোহার অবস্থা ৬ ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। জানা গেছে, মাগরীব বাদ রোহাণীর লাশ দাফনের জন্য যশোরে নিয়ে পাওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে ১ শিশুর করুণ মৃত্যু

প্রকাশিত : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

সাতক্ষীরার পাটকেলঘাটায় যশোর থেকে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে ১ শিশুর করুণ মৃত্যু হয়েছে। সাথে আরও এক শিশু মৃত্যুর সাথে সাতক্ষীরা সিবি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা ২ টার সময় পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামে।স্থানীয়রা জানান,তৈলকুপী গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলে আলামীন গাজীর বিয়েতে তার মামা যশোরের বাসিন্দা অসীম গাজী স্বস্ত্রী সন্তান সহ তৈলকুপি ভাগ্নের বিয়েতে আসে।সকলে বিয়ে করাতে যশোর রওনা হলে অসীম গাজীর ২ সন্তান লোকচক্ষুর আড়ালে পাশের পুকুরে গোসল করতে নামে।

এক পর্যায়ে বোন তোহা (৭) ও তাঁর ছোট ভাই রোহাণী (৫) পানিতে খেলতে গিয়ে ডুবে যায়।পরবর্তিতে স্থানীয়রা জাল ও সহ খুঁজতে নেমে রোহাণীর মরা দেহ উদ্ধার করে।আর তোহার অবস্থা মারাত্বক খারাপ হওয়ায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করেছে। সিবি হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন তোহার অবস্থা ৬ ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। জানা গেছে, মাগরীব বাদ রোহাণীর লাশ দাফনের জন্য যশোরে নিয়ে পাওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ