১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ঋণ দেয়ার কথা বলে প্রতারণা করে অর্থ আদায়, প্রতারকের সাজা

ময়মনসিংহের গৌরীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ‘একটি বাড়ী, একটি খামার’ প্রকল্পের ঋণ দেয়ার কথা বলে অর্থ আদায়কালে এক ভূয়া কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শনিবার (৮অক্টোবর) গৌরীপুর পৌরসভার চকপাড়া এলাকা থেকে আটককৃত কর্মকর্তার নাম মোস্তাকিম হোসেন নাজমূল (৩০) । পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড ও জরিমানা করে। প্রতারক মোস্তাকিম কুমিল্লা জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মৃত জমির হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে পৌরসভার চকপাড়া এলাকায় লক্ষ লক্ষ টাকা ঋণ দেয়ার আশ্বাসে ১৬টি পরিবারের কাছ থেকে আশি টাকা করে অর্থ আদায় করে প্রতারক। পরে ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করা হলে এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক মোস্তাকিমকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা আদায় করে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় তাকে এ সাজা দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ঋণ দেয়ার কথা বলে প্রতারণা করে অর্থ আদায়, প্রতারকের সাজা

প্রকাশিত : ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ‘একটি বাড়ী, একটি খামার’ প্রকল্পের ঋণ দেয়ার কথা বলে অর্থ আদায়কালে এক ভূয়া কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শনিবার (৮অক্টোবর) গৌরীপুর পৌরসভার চকপাড়া এলাকা থেকে আটককৃত কর্মকর্তার নাম মোস্তাকিম হোসেন নাজমূল (৩০) । পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড ও জরিমানা করে। প্রতারক মোস্তাকিম কুমিল্লা জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মৃত জমির হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে পৌরসভার চকপাড়া এলাকায় লক্ষ লক্ষ টাকা ঋণ দেয়ার আশ্বাসে ১৬টি পরিবারের কাছ থেকে আশি টাকা করে অর্থ আদায় করে প্রতারক। পরে ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করা হলে এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক মোস্তাকিমকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা আদায় করে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় তাকে এ সাজা দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব