গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক ও এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এবং বৃহস্পতিবার রাতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর ধামুড়হাট উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) এবং ময়মনসিংহের তারাকান্দা থানার কানোয়ার এলাকার সামসুদ্দিনের ছেলে সুজন মিয়া (১৪)।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই অহিদুজ্জামান জানান, নিহত মিলন রিক্সা চালাতেন। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় একটি বাস তার রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে স্থানীয়রা।
এদিকে শ্রীপুর থানার এসআই মহসিন মিয়া জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক সুজন মিয়ার বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা ওই ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।





















