০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কোহলির কাউন্টি খেলা নিয়ে বিসিসিআইয়ে মতভেদ

ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার দিন গুনছে আফগানিস্তান। ১৪ জুন ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। কিন্তু আফগানদের এই ঐতিহাসিক ম্যাচে খেলতে চান না ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওই সময় তিনি ব্যস্ত থাকবেন ইংলিশ কাউন্টিতে। কিন্তু তার এই সিদ্ধান্ত ঘিরে বিসিসিআইয়ের ভেতরে মতভেদ দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের মতে, বেশিরভাগ বোর্ড সদস্য চাইছেন, কোহলি আফগানদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিক। অন্যদিকে অপর অংশ চাইছে, ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে কাউন্টি খেলুক কোহলি।

বিসিসিআইয়ের কর্মকর্তাদের একাংশ বলছেন, ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ওই টেস্ট ম্যাচে কোহলির অনুপস্থিতি সফরকারী দলের প্রতি অমর্যাদা প্রদর্শনের শামিল হবে। এক বোর্ড কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে কোনো অধিনায়ককে আন্তর্জাতিক ম্যাচ না খেলার সুযোগ দেওয়া হলে সেটা খুবই খারাপ উদাহারণ হবে। সফরকারী আফগানিস্তান দলের কাছেও ভুল বার্তা পৌঁছবে। তাদের মনে হতেই পারে যে, তাদের উপযুক্ত প্রতিপক্ষ হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না। ফলে তা আফগান দলের প্রতি অমর্যাদা প্রদর্শনই হবে। তাছাড়া, সম্প্রচারক সংস্থার প্রতিও অন্যায় করা হবে।’

তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে কোহলিকে অনুরোধ জানানোর জন্য সিওএর কাছে বিরোধী বোর্ড কর্মকর্তাদের কোনো বক্তব্য এখনও আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি। কমিটির একটি সূত্র জানিয়েছে, কোহলিকে এ রকম কোনো অনুরোধ করা হবে না। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘কাউন্টি খেললেও ওই টেস্টের সময় দেশে ফিরে খেলতেই পারেন কোহলি। আর কোহলি যদি কাউন্টি খেলতে এতই আগ্রহী, তাহলে কি তিনি আইপিএলের ম্যাচ না খেলার অনুমতি চেয়েছিলেন?’

এদিকে কলকাতায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সাফিক স্তানিকজাই বলেছেন, ‘ভারতের মাটিতে তাদের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট খেলার সুযোগ আমাদের কাছে এতটা স্বপ্ন। সেই স্বপ্ন সফল হতে চলেছে। কোহলি বিশ্ব ক্রিকেটের আইকন। তিনি ভারতীয় দলে না থাকলে আমাদের খেলোয়াড়রা কিছু একটা মিস করবে।’

ট্যাগ :
জনপ্রিয়

কোহলির কাউন্টি খেলা নিয়ে বিসিসিআইয়ে মতভেদ

প্রকাশিত : ১১:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার দিন গুনছে আফগানিস্তান। ১৪ জুন ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। কিন্তু আফগানদের এই ঐতিহাসিক ম্যাচে খেলতে চান না ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওই সময় তিনি ব্যস্ত থাকবেন ইংলিশ কাউন্টিতে। কিন্তু তার এই সিদ্ধান্ত ঘিরে বিসিসিআইয়ের ভেতরে মতভেদ দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের মতে, বেশিরভাগ বোর্ড সদস্য চাইছেন, কোহলি আফগানদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিক। অন্যদিকে অপর অংশ চাইছে, ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে কাউন্টি খেলুক কোহলি।

বিসিসিআইয়ের কর্মকর্তাদের একাংশ বলছেন, ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ওই টেস্ট ম্যাচে কোহলির অনুপস্থিতি সফরকারী দলের প্রতি অমর্যাদা প্রদর্শনের শামিল হবে। এক বোর্ড কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে কোনো অধিনায়ককে আন্তর্জাতিক ম্যাচ না খেলার সুযোগ দেওয়া হলে সেটা খুবই খারাপ উদাহারণ হবে। সফরকারী আফগানিস্তান দলের কাছেও ভুল বার্তা পৌঁছবে। তাদের মনে হতেই পারে যে, তাদের উপযুক্ত প্রতিপক্ষ হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে না। ফলে তা আফগান দলের প্রতি অমর্যাদা প্রদর্শনই হবে। তাছাড়া, সম্প্রচারক সংস্থার প্রতিও অন্যায় করা হবে।’

তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে কোহলিকে অনুরোধ জানানোর জন্য সিওএর কাছে বিরোধী বোর্ড কর্মকর্তাদের কোনো বক্তব্য এখনও আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি। কমিটির একটি সূত্র জানিয়েছে, কোহলিকে এ রকম কোনো অনুরোধ করা হবে না। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘কাউন্টি খেললেও ওই টেস্টের সময় দেশে ফিরে খেলতেই পারেন কোহলি। আর কোহলি যদি কাউন্টি খেলতে এতই আগ্রহী, তাহলে কি তিনি আইপিএলের ম্যাচ না খেলার অনুমতি চেয়েছিলেন?’

এদিকে কলকাতায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সাফিক স্তানিকজাই বলেছেন, ‘ভারতের মাটিতে তাদের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট খেলার সুযোগ আমাদের কাছে এতটা স্বপ্ন। সেই স্বপ্ন সফল হতে চলেছে। কোহলি বিশ্ব ক্রিকেটের আইকন। তিনি ভারতীয় দলে না থাকলে আমাদের খেলোয়াড়রা কিছু একটা মিস করবে।’