নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড় এলাকায় গত ২৩ অক্টোবর ২০২২ ইং অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ জাহেদ হাসান (১৮) মোঃ আব্দুল মুহাইমিন (১৮)’কে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৩। তাদের হেফাজত হতে ০১ টি চোরাই মোটরসাইকেল এবং ০১ টি মোবাইলফোন উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে উক্ত গাড়ির চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























