রাজশাহীতে চড়ুই পাখি উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযানের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি বসন্ত বাউরি পাখিকে জীবিত উদ্ধার করেছে তারা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনের এক লিচু গাছের ‘কারেন্ট জালে’ আটকে পড়ে চারটি বসন্ত বাউরি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুটি পাখিকে জীবিত উদ্ধার করা হলেও উদ্ধারের আগেই মারা যায় দুটি পাখি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষক দেবশ্রী মণ্ডল লিচু গাছে পাখিগুলোকে আটকে থাকতে দেখেন। তিনি তখনই ফায়ার সার্ভিসকে ফোন দেন। কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিসের গাড়ি। সাইরেনের শব্দে উৎসুক জনতার ভিড় জমে যায় সেখানে। প্রায় দুই ঘণ্টা চলে এ অভিযান।
বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবীর বলেন, ‘প্রাণ তো প্রাণই। সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী। আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই কন্ট্রোলরুমকে জানাই। তারা আমাদের দ্রুত এখানে আসার নির্দেশ দেন।’
দেবশ্রী মণ্ডল বলেন, ‘পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সব প্রাণীই যেন সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে।





















