০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

কোটি টাকা প্রচারের মূলহোতা জামিলুরসহ ৬ জন গ্রেফতার

অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে কোটি টাকা প্রচার চক্রের মূলহোতা জামিলুরসহ ৬ জন গ্রেফতার। সাম্প্রতিক সময়ে দেশে অনলাইনে দেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকেগ্রেফতার করে র‍্যাব।সাম্প্রতিক সময়ে র‍্যাব তথ্য পায় যে, কিছু ব্যক্তি দেশে গেমিং ডেভেলপমেন্টের নামে বিদেশি বিনিয়োগ প্রাপ্তিরআড়ালে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠানোর তথ্য পায় র‍্যাব। এ প্রেক্ষিতে র‍্যাব ফোর্সেস এরসাইবার মনিটরিং টীম অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাহিরে অর্থপাচারের সাথে জড়িতদের গ্রেফতারে সাইবার নজরদারি বৃদ্ধিকরে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-৪ এর অভিযানে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকাহতে তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার আড়ালে দেশের বাহিরে প্রায় ২০০ কোটি টাকা পাঠানোর মূলহোতা ও উল্কাগেমস লিঃ এর সিইও জামিলুর রশিদ (৩১)সায়মন হোসেন (২৯)মোঃ রিদোয়ান আহমেদ (২৯)মোঃ রাকিবুল আলম (২৯)মোঃমুনতাকিম আহমেদ (৩৭) ও কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)দেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেগ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমান টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে।

‘তিন পাত্তি গোল্ড’মূলত একটি অ্যাপ যা মোবাইলে ডাউনলোড করে খেলা যায়। এই অ্যাপের সার্বিক নিয়ন্ত্রণ মুনফ্রগ ল্যাব এরনিকট রয়েছে। উক্ত অ্যাপে ‘তিন পাত্তি গোল্ড’ ছাড়াও রাখি, আন্দর বাহার ও পোকার নামেও অনলাইন জুয়ার গেমস রয়েছে। যেকোন কাজের পাশাপাশি এই গেম খেলতে পারা যাওয়ায় তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নিকট এটি জনপ্রিয়তা পায়।

গেমস এর রেজিস্ট্রেশনের পর একজন গ্রাহককে গেমস খেলার জন্য কিছু চিপস ফ্রি দেওয়া হয়। পরবর্তীতে গেমস খেলার জন্যঅর্থের বিনিময়ে চিপস ক্রয় করতে হয়। মূলত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের নিকট হতে চিপস ক্রয়ের অর্থের লেনদেনহয়। জনা যায় যে, প্রতিদিন প্রায় ৫০ হজার কোটি চিপস বিক্রি হয় এবং প্রতি কোটি চিপস বিভিন্ন পর্যায়ে ৪৬-৬৫ টাকায় বিক্রিকরা হয়।

বিভিন্ন বট প্লেয়ার/রোবট প্লেয়ার এর মাধ্যমে মূল গেইমারদের কৌশলে হারিয়ে প্লেয়ারদের পরবর্তীতে আরো চিপস কিনতেউৎসাহিত করা হয়। বাংলাদেশে ‘তিন পাত্তি গোল্ড’ এর চিপস বিক্রয়ের কাজটি ১৪টি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এজেন্টেরমাধ্যমে পরিচালনা করা হয়। এই সকল ডিস্ট্রিবিউটরদের সাব ডিস্ট্রিবিউটর রয়েছে বলে জানা যায়। এছাড়াও, প্রাইভেট টেবিলঅপশনের মাধ্যমে অন্য প্লেয়ার হতেও চিপস ক্রয় করা যায়। বর্তমানে ‘তিন পাত্তি গোল্ড’ এ প্রায় ৯ লক্ষ নিয়মিত গেইমার রয়েছেএবং প্রতিদিন প্রায় ৩০ লক্ষ টাকার চিপস বিক্রি হয় বলে জানা যায় ।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাপ্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

কোটি টাকা প্রচারের মূলহোতা জামিলুরসহ ৬ জন গ্রেফতার

প্রকাশিত : ০৩:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে কোটি টাকা প্রচার চক্রের মূলহোতা জামিলুরসহ ৬ জন গ্রেফতার। সাম্প্রতিক সময়ে দেশে অনলাইনে দেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকেগ্রেফতার করে র‍্যাব।সাম্প্রতিক সময়ে র‍্যাব তথ্য পায় যে, কিছু ব্যক্তি দেশে গেমিং ডেভেলপমেন্টের নামে বিদেশি বিনিয়োগ প্রাপ্তিরআড়ালে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠানোর তথ্য পায় র‍্যাব। এ প্রেক্ষিতে র‍্যাব ফোর্সেস এরসাইবার মনিটরিং টীম অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাহিরে অর্থপাচারের সাথে জড়িতদের গ্রেফতারে সাইবার নজরদারি বৃদ্ধিকরে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-৪ এর অভিযানে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকাহতে তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার আড়ালে দেশের বাহিরে প্রায় ২০০ কোটি টাকা পাঠানোর মূলহোতা ও উল্কাগেমস লিঃ এর সিইও জামিলুর রশিদ (৩১)সায়মন হোসেন (২৯)মোঃ রিদোয়ান আহমেদ (২৯)মোঃ রাকিবুল আলম (২৯)মোঃমুনতাকিম আহমেদ (৩৭) ও কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)দেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেগ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমান টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে।

‘তিন পাত্তি গোল্ড’মূলত একটি অ্যাপ যা মোবাইলে ডাউনলোড করে খেলা যায়। এই অ্যাপের সার্বিক নিয়ন্ত্রণ মুনফ্রগ ল্যাব এরনিকট রয়েছে। উক্ত অ্যাপে ‘তিন পাত্তি গোল্ড’ ছাড়াও রাখি, আন্দর বাহার ও পোকার নামেও অনলাইন জুয়ার গেমস রয়েছে। যেকোন কাজের পাশাপাশি এই গেম খেলতে পারা যাওয়ায় তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নিকট এটি জনপ্রিয়তা পায়।

গেমস এর রেজিস্ট্রেশনের পর একজন গ্রাহককে গেমস খেলার জন্য কিছু চিপস ফ্রি দেওয়া হয়। পরবর্তীতে গেমস খেলার জন্যঅর্থের বিনিময়ে চিপস ক্রয় করতে হয়। মূলত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের নিকট হতে চিপস ক্রয়ের অর্থের লেনদেনহয়। জনা যায় যে, প্রতিদিন প্রায় ৫০ হজার কোটি চিপস বিক্রি হয় এবং প্রতি কোটি চিপস বিভিন্ন পর্যায়ে ৪৬-৬৫ টাকায় বিক্রিকরা হয়।

বিভিন্ন বট প্লেয়ার/রোবট প্লেয়ার এর মাধ্যমে মূল গেইমারদের কৌশলে হারিয়ে প্লেয়ারদের পরবর্তীতে আরো চিপস কিনতেউৎসাহিত করা হয়। বাংলাদেশে ‘তিন পাত্তি গোল্ড’ এর চিপস বিক্রয়ের কাজটি ১৪টি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এজেন্টেরমাধ্যমে পরিচালনা করা হয়। এই সকল ডিস্ট্রিবিউটরদের সাব ডিস্ট্রিবিউটর রয়েছে বলে জানা যায়। এছাড়াও, প্রাইভেট টেবিলঅপশনের মাধ্যমে অন্য প্লেয়ার হতেও চিপস ক্রয় করা যায়। বর্তমানে ‘তিন পাত্তি গোল্ড’ এ প্রায় ৯ লক্ষ নিয়মিত গেইমার রয়েছেএবং প্রতিদিন প্রায় ৩০ লক্ষ টাকার চিপস বিক্রি হয় বলে জানা যায় ।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাপ্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব