বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্বাবধানে আর নারীর অবাধ ক্ষমতায়নে বর্তমানে ব্যবসা-বানিজ্য শিল্পে আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে। আজ দেশের উন্নয়ন সমৃদ্ধির অন্যতম অংশিদার নারীরা। তিনি বলেন, দেশীয় পন্যের অবাধ সম্প্রসারনে মেলার বিকল্প নেই।
মঙ্গলবার, ১ নভেম্বর দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে ‘নক্ষত্র নারী সংগঠন’ ও ‘কিউরিয়াস মিডিয়া’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে ‘ই-বিজ ফেয়ার ২০২২’ শিরোনামে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মেলার উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড ফরেন ডেলিগেশনের -এর চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, দৈনিক গণকণ্ঠ’র সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।

অনুষ্ঠানে তিনি নারী উদ্যোক্তাদের আরো বেশি পৃষ্ঠপোষকতা দিতে সরকারের প্রতি আহবান জানান।
নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন, ‘কিউরিয়াস মিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) , ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।
তিনি বলেন, ‘আজকের এই আয়োজনে নারী উদ্যেক্তাদের সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। নারীরা এগিয়ে চলেছে পুরুষদের সঙ্গে সমান তালে। সুন্দর পরিবেশ পেলে নারীরা আরো এগিয়ে যাবে।’
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ই-ক্লাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারুফ লিয়াকত, মোটিভেশনাল স্পিকার সোলাইমান আহমেদ জিসান, দৈনিক গনকন্ঠের সহকারী ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী।
উদ্বোধন শেষে প্রধান অতিথী মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন।

দুই দিনব্যাপি এই উৎসবে রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে ইউনিক ডিজাইনের পোশাক শাড়ির স্টল, হাতের তৈরি পাট পণ্য, গামছা ও কাঠের তৈরি ইউনিক গহনা, বিভিন্ন প্রসাধনীর স্টল, ডায়েট প্রোডাক্ট, চাদর, হাতের কাজের বুটিকের জামা, শাড়ি ও ব্যাগ, ইনডোর প্ল্যান্ট, কাসা-পিতলের সরঞ্জাম, পিঠাপুলি, মুখরোচক সব ঘরোয়া বাহারি খাবারসহ নানা পণ্যের সমাহার। আগামীকার জমজমাট অনুষ্ঠানের মধ্যেদিয়ে দুদিনের মেলা শেষ হবে। মেলায় পাওয়ার্ড বাই হিসেবে আছে টেলিলিংক গ্রুপ।
মেলার দ্বিতীয় দিন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ই-ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কণ্ঠশিল্পী বর্ষা চৌধুরী এবং মডেল ও অভিনেতা অন্তু করিম।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























