চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব-১০ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর ২২ ইং র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ ও মিরপুর মডেল থানাধীন বসির উদ্দিন স্কুল গলি এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩৩০ (চার হাজার তিনশত ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট ও ০৮ বোতল ফেনসিডিলসহ ০৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ ইয়াকুব আলী (৩৯) মোঃ শাহীন প্রধান (৩৮)মোঃ মজিবর রহমান সিকদার (৫৭) শহিদুল ইসলাম স্বজল (৩৫) ও মোঃ শফিকুল ইসলাম (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১০ টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১,৮৭,৩০০/- (এক লক্ষ সাতাশি হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে ।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ তুফাইদুল ইসলাম (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ পল্লবী, মিরপুর ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ / bh


























