১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

কেশবপুরে ফলন্ত শিম গাছ কেটে দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

একটি অসহায় পরিবারের লাগানো ১২০ ঝাড় ফলন্ত শিম গাছ শত্রুতা করে কেটে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি করে দিয়েছে বলে শিম গাছের মালিক কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আব্দুল খালেক জানান। গত ২২ নভেম্বর সকালে নির্জনে হিজলডাঙ্গা-বাদুড়িয়া বিলের মধ্যে মঈনুলের মৎস্য ঘেরের ভেড়িতে রোপনকৃত ওই শিমগাছ কেটে দিয়েছে।

এলাকাবাসী জানান পাশ্ববর্ত্তি বাদুড়িয়া গ্রামের হবিবুর মোড়লের ছেলে শহিদুল ইসলাম শিম গাছের মালিক আব্দুল খালেকের একটি কোদাল চুরি করে নেয়। পরে ওই কোদাল দাবী করলে শহিদুল ইসলাম আব্দুল খালেককে মারপিট করে। এঘটনা এলাকাবাসীকে জানালে ওই শহিদুল শিম গাছ কেটে দেয় বলে আব্দুল খালেক জানান। ঘটনাস্থল পরিদর্শনকালে অভিযুক্ত শহিদুল জানায় আমি শিম গাছ কাটিনি। আমাদের জমি নিয়ে যাদের সাথে বিরোধ রয়েছে তারাই আমাকে দোষারোপ করতে একাজ করে থাকতে পারে বলেও শহিদুল জানায়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেশবপুরে ফলন্ত শিম গাছ কেটে দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

প্রকাশিত : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

একটি অসহায় পরিবারের লাগানো ১২০ ঝাড় ফলন্ত শিম গাছ শত্রুতা করে কেটে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি করে দিয়েছে বলে শিম গাছের মালিক কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আব্দুল খালেক জানান। গত ২২ নভেম্বর সকালে নির্জনে হিজলডাঙ্গা-বাদুড়িয়া বিলের মধ্যে মঈনুলের মৎস্য ঘেরের ভেড়িতে রোপনকৃত ওই শিমগাছ কেটে দিয়েছে।

এলাকাবাসী জানান পাশ্ববর্ত্তি বাদুড়িয়া গ্রামের হবিবুর মোড়লের ছেলে শহিদুল ইসলাম শিম গাছের মালিক আব্দুল খালেকের একটি কোদাল চুরি করে নেয়। পরে ওই কোদাল দাবী করলে শহিদুল ইসলাম আব্দুল খালেককে মারপিট করে। এঘটনা এলাকাবাসীকে জানালে ওই শহিদুল শিম গাছ কেটে দেয় বলে আব্দুল খালেক জানান। ঘটনাস্থল পরিদর্শনকালে অভিযুক্ত শহিদুল জানায় আমি শিম গাছ কাটিনি। আমাদের জমি নিয়ে যাদের সাথে বিরোধ রয়েছে তারাই আমাকে দোষারোপ করতে একাজ করে থাকতে পারে বলেও শহিদুল জানায়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব