ভারতকে হটিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১৩ সালের জানুয়ারির পর আবারো ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষে উঠলো ইংলিশরা। র্যাংকিং-এ কোনও পরিবর্তন না হলেও ওয়ানডে ফরম্যাটে রেটিং বেড়েছে বাংলাদেশের।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার নতুন ওয়ানডে ও টি-২০ র্যাংকিং প্রকাশ করলে এতে ইংল্যান্ডের এই অবস্থান লক্ষ্য করা যায়।
ওয়ানডে র্যাংকিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। এরপরের বছরগুলোতে পারফরমেন্সের ৫০ শতাংশ বিবেচনায় নেয় আইসিসি।
শেষ তিন বছরে ৬৩ ওয়ানডে খেলে ৪১টি ম্যাচে জয় পায় ইংল্যান্ড। আর ঐ সময়ে ৫৯ ম্যাচে ৩৯টি জয় পায় ভারত।

























