মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার কল্যাণপুর নতুনরাস্তা এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃদুল কল্যাণপুর নতুনরাস্তা এলাকার মোসলেম মণ্ডলের ছেলে। সে স্থানীয় আলাদিপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
মৃদুলের বন্ধু মামুন জানায়, সকালে কল্যাণপুর নতুনরাস্তা এলাকায় ফিডার রোড (পার্শ্বরাস্তা) থেকে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে উঠছিল মৃদুল। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী রাজমহল পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মৃদুল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় আনার পথে দুপুর আড়াইটার দিকে সে মারা যায়।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।





















