০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

হিজলায় সন্ত্রাসী হামলা, গুরুতর আহত মোশারফ শিকদার

হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের রান্দের বাজারে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন মোশারফ শিকদার (৬০) নামের একজন নিরীহ কৃষক। জানা গেছে, জমির দলিল জোড় করে নিতে ৩/৪ জনের সন্ত্রাসীদল পূর্বপরিকল্পিত ভাবে মোশারফ শিকদারকে বেদম মারধর করে। এতে তার কানে ও মাথায় যখম হয়। এলাকার লোকজন ছুটে এলে তার পালিয়ে যায়।

এ ব্যপারে মোশারফ শিকদার দৈনিক বিজনেস বাংলাদেশকে কাাঁদতে কাঁদতে বলেন, রোববার, ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় আমাকে আমার বাড়ির সামনে এসে জমির দলিল চায়, দিতে আপত্তি করলে বেদম মারধর করে, আমার ব্রেইনে ও কানে প্রচন্ড ইটের আঘাত করে, আমি কথা বলতে পারছি না, আমি সন্ত্রাসীদের বিচার চা্ই।,

সন্ত্রাসীদের চিনেন কিনা জানতে চাইলে বলেন, তিনজনকেই আমি চিনি, একজন জিয়াউল হক সরদার, আরেকজনের নাম আমান, অন্যজন জাহাঙ্গীর। এ ব্যপারে ইতোমধ্যে হিজলা থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন মোশারফ শিকদার। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর

হিজলায় সন্ত্রাসী হামলা, গুরুতর আহত মোশারফ শিকদার

প্রকাশিত : ০৯:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের রান্দের বাজারে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন মোশারফ শিকদার (৬০) নামের একজন নিরীহ কৃষক। জানা গেছে, জমির দলিল জোড় করে নিতে ৩/৪ জনের সন্ত্রাসীদল পূর্বপরিকল্পিত ভাবে মোশারফ শিকদারকে বেদম মারধর করে। এতে তার কানে ও মাথায় যখম হয়। এলাকার লোকজন ছুটে এলে তার পালিয়ে যায়।

এ ব্যপারে মোশারফ শিকদার দৈনিক বিজনেস বাংলাদেশকে কাাঁদতে কাঁদতে বলেন, রোববার, ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় আমাকে আমার বাড়ির সামনে এসে জমির দলিল চায়, দিতে আপত্তি করলে বেদম মারধর করে, আমার ব্রেইনে ও কানে প্রচন্ড ইটের আঘাত করে, আমি কথা বলতে পারছি না, আমি সন্ত্রাসীদের বিচার চা্ই।,

সন্ত্রাসীদের চিনেন কিনা জানতে চাইলে বলেন, তিনজনকেই আমি চিনি, একজন জিয়াউল হক সরদার, আরেকজনের নাম আমান, অন্যজন জাহাঙ্গীর। এ ব্যপারে ইতোমধ্যে হিজলা থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন মোশারফ শিকদার। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ bh