চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম-জান্নাতুল কেফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান। চলতি মাসের ৫ তারিখ তিন মাস পূর্ণ হবে মায়ানের।
তিন মাস পূর্ণ হওয়ার আগেই বাবা মুশফিকের কোলে চড়ে পবিত্র মক্কা নগরী ভ্রমণ করে ওমরাহ পালন করে ফেললো মায়ান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুত্র মায়ানকে কোলে নিয়ে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি আপলোড করেন মুশফিক।
বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ করে বর্তমানে ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। এরই ফাঁকে ছেলেকে নিয়ে ওমরাহ পালন করে নিলেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

























