দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় দিনুয়া (৫০) নামে এক রিক্সাচালক নিহত হয়েছেন। এসময় তিনজন আহত হন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনুয়ার বাড়ি দিনাজপুরের চেহেলগাজী ইউনিয়নের বটতলী এলাকায়।
দিনাজপুর কেতায়ালী থানার ওসি রেদওয়ানুল রহিম জানান, দশমাইলগামী একটি যাত্রীবাহী বাস একজন পথচারী শিশু’কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস্তার পার্শ্বে একটি অস্থায়ী চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় চা পানরত রিক্সাচালক দিনুয়া ঘটনাস্থলে মারা যান। এসময় তিনজন আহত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।





















