খুলনা টাইগার্সের দেওয়া টার্গেটটা ছিল মামুলি। ১১৪ করলেই জয়। চাপ ছিল না ঢাকা ডমিনেটরসের। ১৯.১ ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাসির। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।
রান তাড়ায় নেমে শুরুতেই ব্যথা পেয়ে মাঠ ছাড়নে আহমেদ শেহজাদ। পাকিস্তানি ওপেনার করেন ৭ বলে ৪ রান। দলীয় ৪৭ রানে সৌম্য সরকারের উইকেট হারায় ঢাকা। সাইফুদ্দিনের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন সৌম্য।
১৩ বলে দুই চার ও এক ছক্কায় ১৬ রান করেন তিনি। আরেক ওপেনার দিলশান মুনাবিরার অবদান ২৮ বলে ২২ রান। তার উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন সুবিধা করতে পারেননি। ভ্যান মেইকেরেনের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে করেন ৮ রান। দলীয় ১০০ রানে চতুর্থ উইকেট হারায় ঢাকা। সাইফুদ্দিনের দ্বিতীয় শিকারে পরিণত হন উসমান গনি (১৪)। অধিনায়ক নাসির ৩৬ বলে ৩৬ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ঢাকার। চারটি বাউন্ডারি মেরেছেন তিনি। আরিফুল হক অপরাজিত ছিলেন ৩ রানে।
এর আগে ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। তামিম ইকবাল করেন ৮ রান। শারজিল খান ৭, মুনিম শাহরিয়ার করেন ৪ রান। সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক ইয়াসির আলী। আজম খান ১৮, সাইফুদ্দিন ১৯ এবং সাব্বির রহমান ১১ রানে অপরাজিত থাকেন। বল হাতে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার আল আমিন। অধিনায়ক নাসিরের শিকার ২ উইকেট। আরাফাত সানীও নিয়েছেন দুটি।
























