সিরাজগঞ্জের এনায়েতপুরে এইচএসসি পরীক্ষার্থী সুমি বিশ্বাসের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, দরিদ্র পরিবারের কাছে চাহিদামতো পড়াশোনার খরচ না পেয়ে সে আত্মহত্যা করেছে।
নিহত সুমি খামারগ্রাম ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। সে খুকনি ঝাঁওপাড়া মহল্লার পান দোকানি পরেশ চন্দ্র বিশ্বাসের মেয়ে।
এনায়েতপুর থানার এসআই রিপন কুমার জানান, শনিবার রাতে নিজ কক্ষে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় ইউডি মামলা হয়েছে।





















