০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সাতকানিয়ার মনেয়াবাদে এক বসতঘরের আসবাবপত্র ভাংচুর ও চুরি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মনেয়াবাদ এলাকায় এক বসতঘরে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। ওই সময় বাড়ির ১৪টি তালা ভেঙে রুমের আসবাবপত্র ভাংচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

গত ৬ জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মৃত ফারুক আহমদের পুত্র মফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ মনেয়াবাদের বাসিন্দা মফিজুর রহমান লক্ষীপুর জেলার রামগতি উপজেলার হিসারক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছে। তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন দপ্তরে কর্মরত থাকার সুবাধে বাড়িতে কেউ থাকেনা। তাদের চাচা স্থানীয় গ্রাম পুলিশ মনির আহম্মদ পৈত্তিক সম্পত্তি ও ভিটে-বাড়ি দেখাশুনা করতো। তার ছোট ভাই মুফিজুর রহমান ঘটনার দিন রাত সাড়ে ১০টার সময় বাড়িতে এসে দেখতে পান বাড়ির প্রতিটি কক্ষের মোট ১৪টি তালা ভেঙ্গে প্রয়োজনীয় আসবাব পত্র, আলমারীতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটর নিয়ে যায় এবং প্রত্যেক ঘরের কক্ষের ভিতরে ভাংচুর চালায়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মুফিজুর রহমান জানান, আমার চাচা মনির আহমদ আমাদেরকে চুরির বিষয় খবর দিয়ে আমি চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সব দরজার তালা ভাঙ্গা অবস্থায়। পরে স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানিয়ে থানা পুলিশকে খবর দিই এবং লিখিত অভিযাগ দায়ের করি। আমাদের সাথে পুর্ব শত্রুতার কারণে এ ধরণের ঘটনাটি ঘটতে পারে। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।

স্থানীয় চৌকিদার মোঃ মনির আহমদ জানান, আনোয়ার, মফিজসহ বাড়ির সদস্যরা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। বিষয়টি আমি অবগত হলে তাদেরকে খবর দিই। বাড়ির প্রত্যেক কক্ষে তালা ভেঙ্গে প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায় এবং বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর চালায়।

স্থানীয় এলাকার বাসিন্দা ডাঃ আবদুল কাদের সিকদার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িতে কেউ থাকতনা। সেই সুবাধে চুরেরা তাদের বাড়িতে ঢুকে চুরি করে এবং আসবাবপত্র ভাংচুর চালায়।

পুরানগড় ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ ফরিদুল আলম জানান, ঘটনাটি দুঃখজনক। বসতঘর চুরি ও ভাংচুরের ঘটনাটি শুনার পর আমি এবং আমাদের চেয়ারম্যান আফম মাহবুব হক সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সাতকানিয়া থানার এসআই প্রবীণ কুমার জানান,চুরি ও ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।তদন্তপুর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাতকানিয়ার মনেয়াবাদে এক বসতঘরের আসবাবপত্র ভাংচুর ও চুরি

প্রকাশিত : ০৫:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মনেয়াবাদ এলাকায় এক বসতঘরে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। ওই সময় বাড়ির ১৪টি তালা ভেঙে রুমের আসবাবপত্র ভাংচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

গত ৬ জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মৃত ফারুক আহমদের পুত্র মফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ মনেয়াবাদের বাসিন্দা মফিজুর রহমান লক্ষীপুর জেলার রামগতি উপজেলার হিসারক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছে। তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন দপ্তরে কর্মরত থাকার সুবাধে বাড়িতে কেউ থাকেনা। তাদের চাচা স্থানীয় গ্রাম পুলিশ মনির আহম্মদ পৈত্তিক সম্পত্তি ও ভিটে-বাড়ি দেখাশুনা করতো। তার ছোট ভাই মুফিজুর রহমান ঘটনার দিন রাত সাড়ে ১০টার সময় বাড়িতে এসে দেখতে পান বাড়ির প্রতিটি কক্ষের মোট ১৪টি তালা ভেঙ্গে প্রয়োজনীয় আসবাব পত্র, আলমারীতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটর নিয়ে যায় এবং প্রত্যেক ঘরের কক্ষের ভিতরে ভাংচুর চালায়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মুফিজুর রহমান জানান, আমার চাচা মনির আহমদ আমাদেরকে চুরির বিষয় খবর দিয়ে আমি চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সব দরজার তালা ভাঙ্গা অবস্থায়। পরে স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানিয়ে থানা পুলিশকে খবর দিই এবং লিখিত অভিযাগ দায়ের করি। আমাদের সাথে পুর্ব শত্রুতার কারণে এ ধরণের ঘটনাটি ঘটতে পারে। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।

স্থানীয় চৌকিদার মোঃ মনির আহমদ জানান, আনোয়ার, মফিজসহ বাড়ির সদস্যরা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। বিষয়টি আমি অবগত হলে তাদেরকে খবর দিই। বাড়ির প্রত্যেক কক্ষে তালা ভেঙ্গে প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায় এবং বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর চালায়।

স্থানীয় এলাকার বাসিন্দা ডাঃ আবদুল কাদের সিকদার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িতে কেউ থাকতনা। সেই সুবাধে চুরেরা তাদের বাড়িতে ঢুকে চুরি করে এবং আসবাবপত্র ভাংচুর চালায়।

পুরানগড় ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ ফরিদুল আলম জানান, ঘটনাটি দুঃখজনক। বসতঘর চুরি ও ভাংচুরের ঘটনাটি শুনার পর আমি এবং আমাদের চেয়ারম্যান আফম মাহবুব হক সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সাতকানিয়া থানার এসআই প্রবীণ কুমার জানান,চুরি ও ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।তদন্তপুর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ bh