হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আমের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন সাইদুল হক নামে এক যুবক। শনিবার বিকেলে শিশুটিকে ধর্ষণ করেন ওই যুবক। এ ঘটনায় রবিবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সাইদুল উপজেলার সুন্দরপুর করইটিলা গ্রামের জহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সুন্দরপুর গ্রামে ওই শিশুকে আম দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন সাইদুল। পরে শিশুটিকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এ পরিপ্রেক্ষিতে আজ সকালে চুনারুঘাট থানা পুলিশ সাইদুলকে গ্রেফতার করে।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু বলেন, আমি মেয়ের সঙ্গে কথা বলেছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।





















