চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা বিক্রি করার সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হলেন সরওয়ার কামাল ও মিজানুর রহমান নামে দুই যুবক। ওই সময় তাদের কাছ থেকে ২০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা।
পরে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন তাদের দু’জনকে থানা প্রশাসনকে সোপর্দ করেন।
১১ জানুয়ারী বিকেলে উপজেলা সদর ইউনিয়নের বারদোনা দোবাষী পাড়া সংলগ্ন নবনির্মিত রেল লাইনে কৌশলে ইয়াবা বিক্রি করার সময় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া, আল আমিন পাড়ার ওমর আলীর ছেলে মোঃ ছরওয়ার কামাল (৩৪) এবং একই এলাকার আশরাফ মিয়ার ছেলে মিজানুর রহমান(৩৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার মোট ৭জন আসামীকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত দুজন অনেকদিন ধরে এলাকায় কখনো সাংবাদিক, কখনো গোয়েন্দা সংস্থা, আবার কখনো প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের কাছের মানুষ হিসেবে পরিচয় দিয়ে প্রতারানা করে আসছে। তারা নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের দুজনের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















