পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৩.০২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮জন শিক্ষার্থী।
রবিবার দুপুর ২টার দিকে প্রধান শিক্ষক মো. মনসুর আলী এ ফলাফল ঘোষণা করেন।
এবারে পরীক্ষায় ২৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। তার মধ্যে ২৬০ জন পাশ করেছে।
বিজ্ঞানবিভাগ
বিজ্ঞানবিভাগ থেকে ৩২ জনের মধ্যে পাস করেছে ৩১ জন। এর মধ্যে এ+ পেয়েছে ১৭ জন, এ পেয়েছে ১৩ জন, এ- পেয়েছে একজন এবং একজন ফেল করেছে।
মানবিকবিভাগ
মানবিকবিভাগ থেকে ৮৫ জনের মধ্যে পাস করেছে ৭৬ জন। এর মধ্যে এ+ পেয়েছে চারজন, এ পেয়েছে ৪২ জন, এ- পেয়েছে ১৮ জন, বি পেয়েছে ১০ জন, সি পেয়েছে দুজন এবং ফেল করেছে নয়জন।
বাণিজ্য বিভাগ
বাণিজ্য বিভাগ থেকে ১৮ জনের মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে এ পেয়েছে ১০ জন, এ- পেয়েছে ছয়জন, বি পেয়েছে দুজন।
কারিগরি বিভাগ
কারিগরি বিভাগ থেকে ৪০ জনের মধ্যে ৩৮ জন পাস করেছে। এ+ পেয়েছে ৭ জন। এ পেয়েছে ৩১ জন।

শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীবৃন্দের মধ্যে রয়েছেন, প্রধান শিক্ষক মো. মনসুর আলী, সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ দাস, সহকারী শিক্ষক অর্চনা রানী চক্রবর্তী, সহকারী শিক্ষক মোছা. আন্জুমান আরা বেগম, সহকারী শিক্ষক এএইচএম কামাল, সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মো. আশরাফ আলী, সহকারী শিক্ষক মো. আবদুর রহিম, সহকারী শিক্ষক মো. জামিলুর রহমান, সহকারী শিক্ষক মোছা. শামীমা নার্গিস, সহকারী শিক্ষক রওশন আরা পারভীন, সহকারী শিক্ষক মোছা. আফরোজা পারভীন, সহকারী শিক্ষকপ্রভাস কুমার দে, সহকারী শিক্ষক মোছা. আসমা আখতার, সহকারী শিক্ষক লতা মরানী দে, সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস, সহকারী শিক্ষক মো. রব্বান আলী, সহকারী শিক্ষক মো. জাহানঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন। এছাড়াও কারিগরি বিভাগে রয়েছেন, ট্রেড ইন্সট্রাক্টর মোছা. সুরাইয়া ইয়াসমিন, ট্রেড ইন্সট্রাক্টর মোছা. মনিরা পারভীন, ট্রেড ইন্সট্রাক্টর এসএম মাসুদুর রহমান, সহকারী শিক্ষক (ভাষা) শামিমা আক্তার, সহকারী শিক্ষক (গণিত) আরিফুল ইসলাম বাবু, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর মোমিনুর রহমান, সপ এ্যাসিসট্যান্ট কুমকুম হাবিবা এবং ল্যাব এ্যাসিসট্যান্ট মো. তানজিল হোসেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আশা সফল ফলাফল পেয়ে শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন।
সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

এবার ১০ শিক্ষা বোর্ডে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১০ লাখ ২২ হাজার ৩২০ জন; এর মধ্যে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। আর অংশগ্রহণকারী ছাত্রী ছিল ১০ লাখ ৪ হাজার ২৫৪ জন; এর মধ্যে পাস করেছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন। এতে দেখা যায়, ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৪ শতাংশ বেশি।
অন্যদিকে, মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ জন। আর ছাত্রী ৫৪ হাজার ৯২৮ জন। এখানে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে আছে।
দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) পাশাপাশি যে কোনও মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।





















