১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

দর্শনার্থীদের আকর্ষন করছে স্বর্ণ খচিত জাপানি কলম

ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে আন্তর্জাতিক বানিজ্য মেলার এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি। বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড, নেপালসহ ১৭টি বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবার মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাইন্টে মেলার টিকিট কেনা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। শিশুদেও জন্য মিনি শিশুপার্ক রয়েছে।২৭ তম আসর । বানিজ্য মেলাকে কেন্দ্র করে দুর-দুরান্ত থেকে আগত ক্রেতা-দরর্শনার্থীদের অন্যতম আকর্ষন স্বর্ণ খচিত কলম।স্বাক্ষর করা,ক্যালিগ্রাফি, কারসিভ, সনদপত্র ইত্যাদি লেখার জন্য স্বর্ণ খচিত একটি কলম বানিজ্য মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের নজর কাড়ছে। কাস্টম ৮২৩ মডেলের ১৮ ক্যারেটের স্বর্ণ খচিত কলমটির নিবের ওজন ৩০গ্রাম। সোমবার (১৭ জানুয়ারী) সকালে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার মুল প্যাভিলিয়নের ভেতর কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড এর স্টলে গেলে দেখা যায় জাপানিজ পাইলট ব্র্যান্ডের বিক্রির জন্য সাজিয়ে রাখা কলমটি শোভা পাচ্ছে। মেলায় পাইলট ব্র্যান্ডের স্টলে এই কলমটি প্রদর্শন করা হচ্ছে। এই কলমটির দাম হাকা হচ্ছে ২৬ হাজার টাকা। স্বর্ণ খচিত কলমটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,জাপানি পাইলট কলম ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নতুনভাবে নতুন রূপে স্বর্ণখচিত কলমটির নিবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রলেপ ব্যাবহার করা হয়েছে। জাপানি কলম প্রস্তুতকারক কোম্পানি পাইলট করপোরেশন এই কলম তৈরি করেছে। এছাড়া কলমটির সঙ্গে থাকছে একটি কালির বাক্স। সেখানে ৭০ মিলিলিটার কালি রয়েছে। স্বর্ণ খচিত জাপানি ব্র্যান্ডের কলমটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এনেছে পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড নামের একটি কোম্পানি। এই কলমটির দাম হাকা হচ্ছে ২৬ হাজার টাকা। এ কলমটি কালো ও কফি কালারের ভেতর পাওয়া যাচ্ছে । ৮০ দশকেও বাংলাদেশে ছাত্র-শিক্ষক,অফিস-আদালত ও লাইব্রেরী গুলোতে জাপানি পাইলট ব্র্যান্ডের নিব কলম শোভাপেত। সে সময় লেখা-লেখির কাজে পাইলট ব্র্যান্ডের নিব কলমের জুড়ি মেলা ভাড়। সেকালে সর্বজন পরিচিত পাইলট কলম ছিল মানুষের হাতে হাতে। এ কলমের প্রচলন ছিল দেশ জোড়া। সময়ের সাথে পাল্লাদিয়ে দেশীয় কিছু কোম্পানি স্বল্পমুল্যে ওয়ান টাইম বলপেন বাজারে আনে। এতে আস্তে আস্তে এ ব্র্যান্ডের কলম গুলোর ব্যাবহার কমতে শুরু কলে।তাই পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড তাদের পুরনো ঐতিয্য ফিরিয়ে আনার প্রত্যয়ে ঢাকা আন্তর্জাতি বানিজ্য মেলায় মুল প্যাভিলিয়নের ভেতর তাদের স্টলে পাইলট ব্র্যান্ডের বিভিন্ন মডেলের কলম প্রদর্শন করাহচ্ছে। এ ছাড়াও পাইলটের স্টলে আরও বিভিন্ন ধরনের কলম রয়েছে।
দামের দিক থেকে এর পর রয়েছে ক্যাপ লেস ফাউন্টেন কলম। এই মডেলের কলমের নিবেও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনার প্রলেপ। এ ধরনের কলমের একেকটির দাম সাড়ে ১০ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা।এ গুলো প্রায় ১০ কালারের পাওয়া যাচ্ছে। এ ছাড়া মেট্রোপলিটন ফাউন্টেন পেনও রয়েছে। শিক্ষার্থী ও তরুণ-তরুনীরা নিজস্ব লেখালেখির কাজে ব্যবহার ও উপহারের জন্য এই ধরনের কলম বেশি কেনেন। এ ধরনের একেকটি কলমের দাম ১২শ টাকা। তবে সাধারণ লেখালেখির জন্য পাইলটের ভি-সিরিজের কলমগুলো সব বয়সিদের কাছে বেশ সমাদৃত। পাইলট কলমের স্টলে । ১১০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত মুল্যেও বিভিন্ন রকম কলম পাওয়া যাচ্ছে।
এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি। বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড, নেপালসহ ১৭টি বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবার মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাইন্টে মেলার টিকিট কেনা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। শিশুদেও জন্য মিনি শিশুপার্ক রয়েছে।
স্বর্ণ খচিত কলমটি দেখছিলেন মুড়াপাড়া এলাকার নুর আহসান বলেন,আমি লেখাপড়া করি কলেজে তাই কলম কেনা আমার শখ বেশি মানুষের মুখে শুনেছি জাপানি কোম্পানির নতুন কলম এসেছে তাই দেখতে এসেছি। এবং কলমের উপড় স্বর্ণ খচিত বিভিন্ন মডেলের কলম দেখে খুবই ভাল লাগছে।
মেলায় আসা দর্শনাথি নুর মোহাম্মদ বলেন, আমাদের সময়ে আমরা এই পাইলট ব্র্যান্ডের নিব কলম ব্যবহার করতাম। তখন পাইলট কলম, অফিস আদালত, শিক্ষক-শিক্ষার্থীর হাতে আর লাইব্রেরীতে শৈাভা পেত। জীবনে অনেক কলম দেখেছি। স্বর্ণ খচিত কলম গুলো দেখে অভাক লাগছে।
বিভাগীয় প্রদান মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
মন্জেল আহম্মেদ বলেন, আমরা কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড এর পক্ষ হতে সারাদেশে জাপানি পাইলট কোম্পানির বিভিন্ন মডেলের কলম বাজারজাত করে থাকি। পাইলট কোম্পানির অতিত ঐতিয্য ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে কাজ করছি। মেলায় আমাদের স্টলে ১১০ টাকা থেকে শুরু করে ২৬ হাজার টাকা দামের কলম রয়েছে।১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে খচিত কাস্টম ৮২৩ মডেলের কলমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে খচিত আর একটি মডেল ক্যাপ লেস ফাউন্টেন কলম ১০ থেকে ১২ হাজার ঠাকায় বিক্রি হচ্ছে। তবে তুলনা মুলক কম দামের কলম গুলো বেশি বিক্রি হচ্ছে। স্বর্ণ খচিত কলম গুলো সৌখিন ক্রেতারা নীজে ব্যাবহার ও কাউকে উপহাড় দেওয়ার জন্য ক্রয় করে থাকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দর্শনার্থীদের আকর্ষন করছে স্বর্ণ খচিত জাপানি কলম

প্রকাশিত : ০৪:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে আন্তর্জাতিক বানিজ্য মেলার এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি। বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড, নেপালসহ ১৭টি বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবার মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাইন্টে মেলার টিকিট কেনা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। শিশুদেও জন্য মিনি শিশুপার্ক রয়েছে।২৭ তম আসর । বানিজ্য মেলাকে কেন্দ্র করে দুর-দুরান্ত থেকে আগত ক্রেতা-দরর্শনার্থীদের অন্যতম আকর্ষন স্বর্ণ খচিত কলম।স্বাক্ষর করা,ক্যালিগ্রাফি, কারসিভ, সনদপত্র ইত্যাদি লেখার জন্য স্বর্ণ খচিত একটি কলম বানিজ্য মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের নজর কাড়ছে। কাস্টম ৮২৩ মডেলের ১৮ ক্যারেটের স্বর্ণ খচিত কলমটির নিবের ওজন ৩০গ্রাম। সোমবার (১৭ জানুয়ারী) সকালে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার মুল প্যাভিলিয়নের ভেতর কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড এর স্টলে গেলে দেখা যায় জাপানিজ পাইলট ব্র্যান্ডের বিক্রির জন্য সাজিয়ে রাখা কলমটি শোভা পাচ্ছে। মেলায় পাইলট ব্র্যান্ডের স্টলে এই কলমটি প্রদর্শন করা হচ্ছে। এই কলমটির দাম হাকা হচ্ছে ২৬ হাজার টাকা। স্বর্ণ খচিত কলমটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,জাপানি পাইলট কলম ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নতুনভাবে নতুন রূপে স্বর্ণখচিত কলমটির নিবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রলেপ ব্যাবহার করা হয়েছে। জাপানি কলম প্রস্তুতকারক কোম্পানি পাইলট করপোরেশন এই কলম তৈরি করেছে। এছাড়া কলমটির সঙ্গে থাকছে একটি কালির বাক্স। সেখানে ৭০ মিলিলিটার কালি রয়েছে। স্বর্ণ খচিত জাপানি ব্র্যান্ডের কলমটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এনেছে পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড নামের একটি কোম্পানি। এই কলমটির দাম হাকা হচ্ছে ২৬ হাজার টাকা। এ কলমটি কালো ও কফি কালারের ভেতর পাওয়া যাচ্ছে । ৮০ দশকেও বাংলাদেশে ছাত্র-শিক্ষক,অফিস-আদালত ও লাইব্রেরী গুলোতে জাপানি পাইলট ব্র্যান্ডের নিব কলম শোভাপেত। সে সময় লেখা-লেখির কাজে পাইলট ব্র্যান্ডের নিব কলমের জুড়ি মেলা ভাড়। সেকালে সর্বজন পরিচিত পাইলট কলম ছিল মানুষের হাতে হাতে। এ কলমের প্রচলন ছিল দেশ জোড়া। সময়ের সাথে পাল্লাদিয়ে দেশীয় কিছু কোম্পানি স্বল্পমুল্যে ওয়ান টাইম বলপেন বাজারে আনে। এতে আস্তে আস্তে এ ব্র্যান্ডের কলম গুলোর ব্যাবহার কমতে শুরু কলে।তাই পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড তাদের পুরনো ঐতিয্য ফিরিয়ে আনার প্রত্যয়ে ঢাকা আন্তর্জাতি বানিজ্য মেলায় মুল প্যাভিলিয়নের ভেতর তাদের স্টলে পাইলট ব্র্যান্ডের বিভিন্ন মডেলের কলম প্রদর্শন করাহচ্ছে। এ ছাড়াও পাইলটের স্টলে আরও বিভিন্ন ধরনের কলম রয়েছে।
দামের দিক থেকে এর পর রয়েছে ক্যাপ লেস ফাউন্টেন কলম। এই মডেলের কলমের নিবেও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনার প্রলেপ। এ ধরনের কলমের একেকটির দাম সাড়ে ১০ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা।এ গুলো প্রায় ১০ কালারের পাওয়া যাচ্ছে। এ ছাড়া মেট্রোপলিটন ফাউন্টেন পেনও রয়েছে। শিক্ষার্থী ও তরুণ-তরুনীরা নিজস্ব লেখালেখির কাজে ব্যবহার ও উপহারের জন্য এই ধরনের কলম বেশি কেনেন। এ ধরনের একেকটি কলমের দাম ১২শ টাকা। তবে সাধারণ লেখালেখির জন্য পাইলটের ভি-সিরিজের কলমগুলো সব বয়সিদের কাছে বেশ সমাদৃত। পাইলট কলমের স্টলে । ১১০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত মুল্যেও বিভিন্ন রকম কলম পাওয়া যাচ্ছে।
এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি। বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড, নেপালসহ ১৭টি বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবার মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাইন্টে মেলার টিকিট কেনা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। শিশুদেও জন্য মিনি শিশুপার্ক রয়েছে।
স্বর্ণ খচিত কলমটি দেখছিলেন মুড়াপাড়া এলাকার নুর আহসান বলেন,আমি লেখাপড়া করি কলেজে তাই কলম কেনা আমার শখ বেশি মানুষের মুখে শুনেছি জাপানি কোম্পানির নতুন কলম এসেছে তাই দেখতে এসেছি। এবং কলমের উপড় স্বর্ণ খচিত বিভিন্ন মডেলের কলম দেখে খুবই ভাল লাগছে।
মেলায় আসা দর্শনাথি নুর মোহাম্মদ বলেন, আমাদের সময়ে আমরা এই পাইলট ব্র্যান্ডের নিব কলম ব্যবহার করতাম। তখন পাইলট কলম, অফিস আদালত, শিক্ষক-শিক্ষার্থীর হাতে আর লাইব্রেরীতে শৈাভা পেত। জীবনে অনেক কলম দেখেছি। স্বর্ণ খচিত কলম গুলো দেখে অভাক লাগছে।
বিভাগীয় প্রদান মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
মন্জেল আহম্মেদ বলেন, আমরা কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড এর পক্ষ হতে সারাদেশে জাপানি পাইলট কোম্পানির বিভিন্ন মডেলের কলম বাজারজাত করে থাকি। পাইলট কোম্পানির অতিত ঐতিয্য ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে কাজ করছি। মেলায় আমাদের স্টলে ১১০ টাকা থেকে শুরু করে ২৬ হাজার টাকা দামের কলম রয়েছে।১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে খচিত কাস্টম ৮২৩ মডেলের কলমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে খচিত আর একটি মডেল ক্যাপ লেস ফাউন্টেন কলম ১০ থেকে ১২ হাজার ঠাকায় বিক্রি হচ্ছে। তবে তুলনা মুলক কম দামের কলম গুলো বেশি বিক্রি হচ্ছে। স্বর্ণ খচিত কলম গুলো সৌখিন ক্রেতারা নীজে ব্যাবহার ও কাউকে উপহাড় দেওয়ার জন্য ক্রয় করে থাকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ