টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় পর পর দু’বার গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিমা খাতুন (১৮) নামে এক শিক্ষার্থী। রবিবার রাতে সন্তোষ মাদারখোলার মুক্তার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের শাহজাহানের মেয়ে শিমা খাতুন।
জানা গেছে, বড় ভাই আরজু প্রাইভেট পড়িয়ে সংসার খরচ ও বোনকে পড়াশুনা করাত। গত বছর এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে সে অকৃতকার্য হয়। এবারও একই বিষয়ে আবার অকৃতকার্য হয় সে। কয়েকদিন যাবৎ তার বাবা অসুস্থ থাকায় তার মা গ্রামের বাড়িতে যায়। ঘটনার দিন সন্ধ্যায় বোনকে একা রেখে টিউশনিতে যায় আরজু। ফিরে এসে তার বোনকে মৃত দেখতে পায়।
কাগমারী পুলিশ ফাড়ির ইন্সপেক্টর আরিফ ফয়সাল বলেন, আমরা তদন্ত করে নিশ্চিত হয়েছি এটা আত্মহত্যা।





















