কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে রাহেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউয়িনের পূর্ব বামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহেনা একই গ্রামের সিরাজুল হক চৌধুরীর স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
পরিবার ও এলাকাবাসীরা জানায়, সোমবার সকালে নিজেদের পুকুর পাড়ে আম কুড়াতে গেলে তার উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, যেহেতু বজ্রপাতে তার মৃত্যু হয়েছে তাই আইনী কোনো জটিলতা নেই।





















