মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে মফিজ মিয়া (৩০) ও আবু সামাদ (১৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সামাদ খলিলপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে এবং মফিজ উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের রশীদ মিয়া (৩৬), রফিক মিয়া (৫০) ও নজির মিয়া (৬০)। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মৌলভীবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অশোক ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সামাদ সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মফিজের মিয়া হাইল হাওরে কাজ করার সময় বজ্রপাতে নৌকার মধ্যেই তার মৃত্যু হয়।





















