Top
 ঢাকা রাত ১০:০৬, সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চবিতে সরস্বতী পূজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিবছরের ন্যায় এবারো সুন্দরভাবে আয়োজন করেছে সরস্বতী পূজার।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মের সবাই মেতে উঠেছে,হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করছে সবাই। বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকাল ৮ টায় পূজা শুরু হয়, অঞ্জলি হয় ১১ টায় এবং প্রসাদ বিতরণ হয়।

পূজাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীরা মিলেছে একই সুতায়। ছেলেরা পাঞ্জাবী আর মেয়েরা শাড়ী পরে এসেছে পূজায়, তাদের ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করতেছে। এর ছবি, সেল্ফি তুলতে দেখা যায়। পূজায় উপস্থিত থাকা অতিথিদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, জ্ঞান চর্চা, জ্ঞান সৃজন, পাঠদান সবগুলোই পরম পবিত্র কাজ।জ্ঞান চর্চা মানুষের অন্তরকে আলোকিত করে তুলে, বহুমুখী ও বহুমাত্রিক মানবিক গুনগুলোর বিকাশ ঘটায়।সেই জ্ঞানের প্রতীক, পুষ্পিত চেতনার প্রতীক এই সরস্বতী দেবী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী বলেন, বাংলাদেশে এটাই প্রথম সরস্বতী মন্দির, আমরা আশা করছি এটা জ্ঞান মন্দির হিসাবে সাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থেদের মধ্যে জ্ঞান বিতরন করবে।

পূজায় করতে আসা বাংলা বিভাগের শিক্ষার্থী অনিক সরকার তার অনুভূতি জানান, পরিবারের বাহিরে প্রথম সরস্বতী পূজোয় অংশগ্রহণ করছি। পরিবারকে মিস করছি কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মেলবন্ধন তা আমাকে অনেক আনন্দিত করেছে। সংস্কৃত বিভাগের শিক্ষার্থী দিপ্তী রায় জানায়, এখানে এসে ভালো লাগতেছে, সবার সাথে পূজা উপভোগ করতেছি। বাসার বাইরে এসে এটাই প্রথম পূজা এটা, পরিবারকে মিস করছি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম শেষ হবে এবারের পূজা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

এ বিভাগের আরও সংবাদ