চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি রাস্তার উপর নির্মাণাধীন বিল্ডিংয়ের মালামাল (ইট, বালু, খোয়া,পাথর) রেখে পথচারী ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ১নং ওয়ার্ডের চৌধুরী সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, অভিযানকালে জোনাবীর পাড়া এলাকার মোঃ শাহাবুদ্দিনকে (৩৫) স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দিনের মধ্যেই রাস্তায় স্তুপ করে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য মালিকদের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদসহ পুলিশ বাহিনীর সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















