হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন কৃষক নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হন।
নিহতরা হলেন- বৈলাকিপুর গ্রামের হরিচান পালের ছেলে নারায়ণ পাল (৪০), অপরজন আমড়াখাইর গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবু তালিব।
আহতরা হলেন সর্দারপুর গ্রামের আকরুছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫), ঘোলডুবা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩২) ও মারকুলি গ্রামের রাসেদ মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩০)।
জানা গেছে, বুধবার দুপুর ১টায় বৈলাকিপুর ইলামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হয় তারা। পরে তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ পাল (৪০) ও আবু তালিবকে (২৫) মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় জসিম উদ্দিন (৩২) ও ইউসুফ আলীকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বেনু ভূষণ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে নিহতদের সরকারের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেয়া হবে বলে আশ্বাস দেন।





















