ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের পূর্ব পাশে ফসলি জমিতে ষ্টীলের খুৃটির নীচের অংশ বিচ্ছিন্ন রয়েছে। দেখে মনে হয় দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি। তবু যেন নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ খুঁটির তারের মাধ্যমে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়। যেকোন সময় খুঁটিটি পড়ে গিয়ে ফসলের জমিতে কাজ করতে আসা কৃষকরা বিদ্যুতায়িত হয়ে প্রাণহানি ঘটতে পারে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও দেখার যেন কেউ নেই।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে দেখা গেছে, কুট্টাপাড়া বিদ্যুতের সাব-ষ্টেশন থেকে প্রায় ২ শতাধিক ফুট দূরে ফসলি মাঠে ওই খুঁটিটি কোন রকমে টেস দিয়ে দাঁড়িয়ে আছে। ষ্টীলের খুৃটির নীচের অংশ বিচ্ছিন্ন।
ফসলি জমিতে কাজ করতে এসে ইব্রাহিম বলেন, বিদ্যুৎখুটিটা যেকোনো সময় তার চিরে নিচে পড়ে যেতে পারে, এতে ফসলি জমিতে কাজ করতে আসা অনেক লোকের প্রাণহাণি ঘটতে পারে। আমরা মনে একটা ভয় নিয়ে কাজ করি।
জমি দেখতে এসে স্থানীয় সাংবাদিক আব্দুল মমিন বলেন, আমি গতকাল আমার জমি দেখতে এসে দেখি ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুৎতের খুঁটিটা ভেঙে কোনো রকম দাঁড়িয়ে আছে। তখন আমার মোবাইল ফোনে ভিডিও দারুন করে বিদ্যুৎ অফিসে কর্তৃপক্ষকে অবগত করি।
এ ব্যাপারে সরাইল উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রউফ এর অফিসিয়াল নম্বরে (০১৮৪১-১২১২৪৬) একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।


























