সাভারে সেপটিক ট্যাংকে পড়ে সৌরভ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচড় এলাকায় জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে সেপটিক ট্যাংকে পড়ে মারা যায় সৌরভ। ওই ট্যাংকের মুখ খোলা ছিলো তাই শিশুটি পড়ে মারা যায়।
শিশুটি তার বাবা মার সাথে স্থানীয় মান্নান’র বাড়িতে ভাড়া থাকতো। নিহত শিশু সৌরভ শরীয়তপুর জেলার ডামুরডা থানার নান্দা গ্রামের সুমন মিয়ার ছেলে।





















