০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জা‌তিক নারী দিবস ২০২৩ উদযাপন, শোভাযাত্রা ও আ‌লোচনা সভা

মাদারীপু‌রের কালকি‌নি উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তার আ‌য়োজ‌নে নির্বাহী অ‌ফিসার পিং‌কি সাহার সভাপ‌তিত্বে উপ‌জেলা নতুন অ‌ডিট‌রিয়াম হল রু‌মে ৮ মার্চ আন্তর্জা‌তিক নারী দিবস উপল‌ক্ষে বুধবার সকা‌লে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা হ‌য়ে‌ছে।
এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন কাল‌কি‌নি থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ শামীম হো‌সেন,ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌মিদা খাতুন,প্রধান শিক্ষক হোস‌নেয়ারা বেগম,ম‌হিলা আওয়ামীলী‌গের সভাপ‌তি চায়না খানম,সাধারণ সম্পা‌দিকা কো‌হিনুর সুলতানা ও পৌর ম‌হিলালী‌গের সাধারণ সম্পাদক ড‌লি বেগম প্রমুখ। এ সময় অনুষ্ঠান সা‌র্বিক প‌রিচালনা ক‌রেন ‌মোঃ হা‌সিবুল হাসান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

আন্তর্জা‌তিক নারী দিবস ২০২৩ উদযাপন, শোভাযাত্রা ও আ‌লোচনা সভা

প্রকাশিত : ০২:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

মাদারীপু‌রের কালকি‌নি উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তার আ‌য়োজ‌নে নির্বাহী অ‌ফিসার পিং‌কি সাহার সভাপ‌তিত্বে উপ‌জেলা নতুন অ‌ডিট‌রিয়াম হল রু‌মে ৮ মার্চ আন্তর্জা‌তিক নারী দিবস উপল‌ক্ষে বুধবার সকা‌লে শোভাযাত্রা ও আ‌লোচনা সভা হ‌য়ে‌ছে।
এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন কাল‌কি‌নি থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ শামীম হো‌সেন,ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌মিদা খাতুন,প্রধান শিক্ষক হোস‌নেয়ারা বেগম,ম‌হিলা আওয়ামীলী‌গের সভাপ‌তি চায়না খানম,সাধারণ সম্পা‌দিকা কো‌হিনুর সুলতানা ও পৌর ম‌হিলালী‌গের সাধারণ সম্পাদক ড‌লি বেগম প্রমুখ। এ সময় অনুষ্ঠান সা‌র্বিক প‌রিচালনা ক‌রেন ‌মোঃ হা‌সিবুল হাসান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব