০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সাভারে ২ যুবকের আত্মহত্যা

সাভারে অভাবের তাড়নায় এক রিকশাচালকসহ দুই যুবক আত্মহত্যা করেছে। সাভারের বিরুলিয়ার কমলাপুর ও কাউন্দিয়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, অভাবের তাড়নায় রাতে বিরুলিয়ার কমলাপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে তিন সন্তানের জনক রিকশাচালক চাঁন মিয়া (৪২) বিষপান করে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় একই কারণে সুলতান মিয়ার ছেলে স্থানীয় টেইলার্স দোকানি আব্দুল আলিম (৩২) ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই দীপঙ্কর রায় বলেন, অভাবের তাড়নায় ওই দুই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তারপরেও আমরা তদন্ত করে দেখছি।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাভারে ২ যুবকের আত্মহত্যা

প্রকাশিত : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

সাভারে অভাবের তাড়নায় এক রিকশাচালকসহ দুই যুবক আত্মহত্যা করেছে। সাভারের বিরুলিয়ার কমলাপুর ও কাউন্দিয়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, অভাবের তাড়নায় রাতে বিরুলিয়ার কমলাপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে তিন সন্তানের জনক রিকশাচালক চাঁন মিয়া (৪২) বিষপান করে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় একই কারণে সুলতান মিয়ার ছেলে স্থানীয় টেইলার্স দোকানি আব্দুল আলিম (৩২) ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই দীপঙ্কর রায় বলেন, অভাবের তাড়নায় ওই দুই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তারপরেও আমরা তদন্ত করে দেখছি।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।